শেরপুরে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর হিউম্যান পটেনশিয়াল সাসটেইনেবিলিটি (ডপস) এর আয়োজনে "জুনিয়র মেধা বৃত্তি" পরীক্ষায় উম্মে সালমা বিদ্যা নিকেতনের ১২জন শিক্ষার্থী সুনামের সহিত প্রথম ধাপে উত্তীর্ণ হওয়ায় শেরপুরের পশ্চিমে আবারও মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি৷
সোমবার (২০ জানুয়ারি) ফলাফল প্রকাশিত হলে, তথ্যটি নিশ্চিত করেন উম্মে সালমা বিদ্যা নিকেতনের পরিচালক মাওলানা মোঃ শেখ ফরিদ ৷
জেলার ৫ উপজেলা থেকে অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের নিয়ে "জুনিয়র মেধাবৃত্তি” পরীক্ষায় শেরপুর সদরের কামারেরচর বাজারস্থ অবস্থিত ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ উম্মে সালমা বিদ্যা নিকেতনের ১৩ জন শিক্ষার্থী অংশগ্রহণে ১২ জনই উত্তীর্ণ হয় ৷ এতে করে সকলের মুখে মুখে উম্মে সালমা বিদ্যা নিকেতন বিদ্যালয়টির সুনাম ছড়িয়ে পড়েছে ৷
আনন্দ উল্লাসে মেতে উঠেছে বিদ্যালয়টির পরিচালক, শিক্ষক-শিক্ষিকা, সকল শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ ৷
উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীরা হলো- উম্মে হাবিবা বৃষ্টি, সাইফুন নাহার সাদিয়া, সুমাইয়া আক্তার সুমিতা, মীম আক্তার, রিয়ামনি, সানিয়া খাতুন, সাদিয়া আক্তার ছোঁয়া, জাকির হোসেন হৃদয়, নাজমুল হোসাইন, হাসিবুর রহমান জিহাদ, আপন হাসান নিরব ও রাকিব খান রাসেল৷
ফলাফলের বিষয়ে উম্মে সালমা বিদ্যা নিকেতনের পরিচালক মাওলানা মোঃ শেখ ফরিদ ও সহকারি পরিচালক মোঃ মনিরুজ্জান মনির বলেন, আমাদের বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম দক্ষ শিক্ষকগণের দ্বারা পরিচালনা করে আসছি৷ যার ফলে প্রায় দুই যুগধরে শেরপুরের পশ্চিমে বরাবরের ন্যায় প্রথম স্থান অর্জন করে আসছি৷ আমাদের কথা ও কাজ একই, ফলে অভিভাবকগণ সন্তুষ্ট হয়ে আমাদের উপর আস্থা রেখে সন্তানদের সু-শিক্ষিত করার দায়িত্ব অর্পণ করে থাকেন৷ আমরাও সুনামের সহিত সু- শিক্ষা দিয়ে আসছি, ভবিষ্যতেও দিয়ে যাবো ইনশাআল্লাহ ৷ সেই সাথে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন ও ভবিষ্যৎ মঙ্গল কামনা করেন৷
উল্লেখ্যে, গত ২৮ ডিসেম্বর শনিবার সকালে শহরের উত্তরা আদর্শ বিদ্যাপীঠ কেন্দ্রে শেরপুর সদর উপজেলার ৪২টি স্কুল থেকে ৩০৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
সংগঠন সূত্রে জানা গেছে, প্রথম ধাপে লিখিত পরীক্ষার ফলাফল দেওয়া হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা ও পারিবারিক অবস্থা যাচাইপূর্বক চূড়ান্ত মেধা তালিকা তৈরি করা হবে এবং ডপস কর্তৃক নির্ধারিত সুবিধাসমূহ প্রদান করা হবে।
জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ এর মাধ্যমে আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করে প্রয়োজনীয় শিক্ষা সহায়তা প্রদান ও তাদের মেধাকে বিকশিত করে উচ্চ শিক্ষার দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়াই ডপস-এর মূল লক্ষ্য বলে জানায় ডপস প্রতিষ্ঠাতা মো. শাহিন মিয়া বিএসপি।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :