ময়মনসিংহের নান্দাইলে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সারমিনা সাত্তার সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে নান্দাইল উপজেলা প্রশাসনিক ভবন সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তারের সভাপতিত্বে ও সাংবাদিক এনামুল হক বাবুলের সঞ্চালনায় মতবিনিময় সভায় স্বাগতিক বক্তব্য রাখেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার।
এসময় আরো বক্তব্য রাখেন- সাংবাদিক হানান মাহমুদ, এ,বি সিদ্দিক খসরু, রবিউল আলম ফরাজি, শামস্ -ই তাবরীজ রায়হান, আহসান কাদের মাহমুদ, আব্দুল হান্নান আল আজাদ, হুমায়ুন কবীর, শামসুজ্জামান বাবুল, বিল্লাল হোসেন, মিন্টু মিয়া প্রমুখ।
ইউএনও সারমিনা সাত্তার বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন স্বরুপ। তাই উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আমি নান্দাইল উপজেলায় ভালো কিছু করতে চাই। এ জন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।
এর আগে তিনি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে কর্মরত ছিলেন। এ মতবিনিময় সভায় নান্দাইলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :