ভোর থেকে বৃষ্টির মতো ঝরা কুয়াশায় স্থবির হয়ে পড়েছে কুড়িগ্রামে জনজীবন। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউ। ঘন কুয়াশায় চাদরে ঢাকা পড়েছে কুড়িগ্রাম।
রাস্তায় পরিবহনগুলো চলছে হেডলাইট জ্বালিয়ে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। শীত ও কুয়াশার কারণে তারা কাজ পাচ্ছেন না।
আজ (বুধবার) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২.৩ ডিগ্রি সেলসিয়াস। গতকালের চেয়ে তাপমাত্রা কিছুটা বাড়লেও কুয়াশার ঘনত্ব অনেক বেশি। আরাজী কদমতলা গ্রামের মো. আছর উদ্দিন বলেন, মাঘ মাসে ঠান্ডা বেশি হয়। এসময় মাঠে ঘাটে কাজ করতে খুব কষ্ট। আজ কুয়াশায় কিছু দেখা যায় না। এমন থাকলে আমাদের ভোগান্তি আরও বাড়বে।
বাসচালক ইউসুফ আলী বলেন, গাড়ির হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে। কুয়াশায় সড়কে বের হতে ভয় লাগে, কখন যেন দুর্ঘটনা ঘটে। গাড়ি বের না করলে পেটে ভাত জুটবে না, এজন্য বের হয়েছি।
কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া অফিসের কর্মকর্তা সুবল চন্দ্র একুশে সংবাদকে বলেন, আজ (২২ জানুয়ারি) জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৩ ডিগ্রি সেলসিয়াস।
একুশে সংবাদ//জা.টি//র.ন
আপনার মতামত লিখুন :