AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভাঙ্গুড়ায় দূর্নীতিবিরোধী কর্মশালা ও স্কিল কমপিটিশন অনুষ্ঠিত


Ekushey Sangbad
শেখ সাখাওয়াত হোসেন, ভাঙ্গুড়া, পাবনা
১১:২৪ এএম, ২২ জানুয়ারি, ২০২৫
ভাঙ্গুড়ায় দূর্নীতিবিরোধী কর্মশালা ও স্কিল কমপিটিশন অনুষ্ঠিত

পাবনার ভাঙ্গুড়ায় দূর্নীতিবিরোধী কর্মশালা ও স্কিল কমপিটিশন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।


উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ মো. শহিদুজ্জামান‍‍`র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব উল আলম বাবলু‍‍`র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নাজমুন নাহার। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পাবনার উপ-পরিচালক মো. শহীদুল আলম সরকার।


এসময় সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক তাসমিয়া আক্তার রোজী, ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামীম হাসান, সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার ওয়ালি উল্লাহ, শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবা খন্দকার ইভা, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সদস্য সচিব মনিরুজ্জামান ফারুক, মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হাকিমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে স্কিল কমপিটিশনে উপজেলার ৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৮ জন শিক্ষার্থীদের মধ্যে থেকে সেরা পাঁচজন শিক্ষার্থীকে পুরষ্কৃত করা হয়। পরে শিক্ষার্থীরা দূর্নীতিবিরোধী বক্তব্য রাখেন।


একুশে সংবাদ////র.ন

Shwapno
Link copied!