দেশের গুরুত্বপূর্ণ রাজবাড়ীর-দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে সাড়ে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে। এর আগে মঙ্গলবার (২১ জানুয়ারি) দিনগত মধ্যরাত থেকে নৌরুটে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। পরে রাত তিনটা দশ মিনিটে কুয়াশার কারণে নৌযান পারাপার ঝুঁকিপূর্ণ হয়ে পরলে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এ সময় যাত্রী ও যানবাহন নিয়ে নদীর দৌলতদিয়া প্রান্তে আটকে পরে তিনটি ফেরি।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে মঙ্গলবার রাত তিনটা দশ মিনিট থেকে বুধবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিলো। কুয়াশা কেটে যাওয়ায় ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে।
তিনি বলেন, টানা সাড়ে ছয় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় নদীর দৌলতদিয়া প্রান্তে আটকে পরা দুই শতাধিক পণ্যবাহী ট্রাককে অগ্রাধিকার ভিত্তিতে পার করানো হচ্ছে।
একুশে সংবাদ//৭১//র.ন
আপনার মতামত লিখুন :