মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, সফল রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম`র ৮৯ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে শহীদ জিয়া স্মৃতি সংসদ কুড়িগ্রাম জেলা শাখা।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে দলের আয়োজনে কুড়িগ্রাম পৌর এলাকার পচার মসজিদ নামক স্থানে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শহীদ জিয়া স্মৃতি সংসদ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোঃ জাকির সরকার (খুশবু)`র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও যুবনেতা মোর্শেদ হোসেন লিটু।
এসময় আরও বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সাবেক সিনিয়র সহ-সাধারণ সম্পাদক খ.ম হাবিবুল ইসলাম লায়ন, যুবনেতা রোকনুজ্জামান সাজু, জেলা জাসাস আহবায়ক সজীব, শহীদ জিয়া স্মৃতি সংসদ কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ আসাদুজ্জামান (সোহাগ), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হামিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ হামিদুর রহমান (হামিদ) সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভায় প্রধান অতিথি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনী তুলে ধরেন এবং তার নীতি ও আদর্শকে সামনে রেখে সকল নেতাকর্মীদের এক হয়ে কাজ করার আহবান জানান।
শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :