AB Bank
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৮ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খাগড়াছড়িতে এন্টিবায়োটিক’র ভয়াবহতা ও প্রতিকার মুলক আলোচনা সভা


Ekushey Sangbad
আবু রাসেল সুমন, খাগড়াছড়ি
০৫:৫৮ পিএম, ২২ জানুয়ারি, ২০২৫
খাগড়াছড়িতে এন্টিবায়োটিক’র ভয়াবহতা ও প্রতিকার মুলক আলোচনা সভা

খাগড়াছড়িতে এন্টিমাইক্রোরিয়াল রেজিস্ট্যান্স সমস্যা প্রতিকার ও এন্টিবায়োটিক সেবনের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার ( ২২ জানুয়ারি) স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ‘বাংলাদেশ হেল্থ ওয়াচ’ এর সহযোগিতায় জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও জাবারং কল্যাণ সমিতির উদ্যােগে এই সভার আয়োজন করা হয়।

এসময় জাবারাং কল্যাণ সমিতির প্রোগ্রাম ডিরেক্টর বিনোদন ত্রিপুরা’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সিভিল সার্জন ডা.মোহাম্মদ ছাবের।

সভায় প্রধান অতিথি বলেন, মাত্রা অতিরিক্ত এন্টিবায়োটিক সেবনের ফলে মানবদেহে কি ভয়াবহতার রুপ ধারন করে তা বিস্তারিত তুলে ধরেন। এর ফলে বিভিন্ন রোগের ঔষধের কার্যকারিতা কমে যায়, মানবদেহে এর বিরুপ প্রতিক্রিয়া ও ক্ষমতা হারায়। তাই বিশেষজ্ঞ ও ডিগ্রিধারী ডাক্তারের পরামর্শ ছাড়া বাজারের কোন ফার্মাসিস্ট বা পল্লী চিকিৎসকের পরামর্শে অনুযায়ী এন্টিবায়োটিক গ্রহণ না করার উপর সর্তকতা মূলক দিকনির্দেশনা প্রদান করেন।

আলোচনা সভায় নিউরো মেডিসিন বিশেষজ্ঞ খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতাল মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ মোঃ রুবেল, জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, জেলায় কর্মরত পল্লী চিকিৎসক, ফার্মাসিস্ট, ডায়াগনস্টিক সেন্টার কতৃপক্ষ, বিভিন্ন মন্দির পুরোহিত, মাদ্রাসার আলেম, ছাত্র প্রতিনিধিসহ জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম, স্বাস্থ্য অধিকার যুব ফোরাম সদস্যরা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/বিএইচ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!