বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও পরিকল্পনা নিয়ে ময়মনসিংহের নান্দাইলে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য মামুন বিন আব্দুল মান্নান সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন।
বুধবার (২২ জানুয়ারি) দুপুর ২ টায় নান্দাাইল চৌরাস্তায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বিএনপি নেতা এমডি মামুন বিন আবদুল মান্নান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার বিষয়বস্তু সাংবাদিকদের উপস্থাপনের মাধ্যমে অবগত করেন এবং নান্দাইলের কর্মরত সকল সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
বিএনপি নেতা মামুন বিন আব্দুল মান্নান বলেন, বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা ভোগ করতে হলে দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করে রাষ্ট্র সংষ্কার করতে বিএনপির হাতকে শক্তিশালী করতে হবে এবং সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে ‘রাষ্ট্র মেরামতে’ ৩১ দফার কোন বিকল্প নেই ।
৩১ দফা রূপরেখার উল্লেখযোগ্য দিক হলো বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক সামাজিক চুক্তিতে পৌঁছানো, নির্বাচনকালীন দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার’ ব্যবস্থা প্রবর্তন, সরকারের প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার নির্বাহী ক্ষমতায় ভারসাম্য প্রতিষ্ঠা, পর পর দুই টার্মের অতিরিক্ত কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবে না, সংসদে উচ্চকক্ষবিশিষ্ট আইনসভা প্রবর্তন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন করার বিষয় পরীক্ষা-নিরীক্ষা করে বিবেচনা করা।
এছাড়া রয়েছে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার বাতিল, বিচারপতি নিয়োগ আইন প্রণয়ন, প্রশাসনিক সংস্কার কমিশনগঠন, মিডিয়া কমিশন গঠন, সংবিধান অনুযায়ী ন্যায়পাল নিয়োগ, দেড় দশকে গুম-খুনের বিচার, অর্থনৈতিক সংস্কার কমিশন’ গঠন, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ঘরবাড়ি,ব্যবসা প্রতিষ্ঠান, উপাসনালয় ভাঙচুর এবং তাদের সম্পত্তি দখলের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, বাংলাদেশ ভূখণ্ডের মধ্যে কোনও প্রকার সন্ত্রাসী তৎপরতা বরদাশত না করা, মুক্তিযুদ্ধে শহীদদের একটি তালিকা প্রণয়ন, যুক্তরাজ্যের আদলে সর্বজনীন স্বাস্থ্যনীতি প্রণয়ন, সবার জন্য স্বাস্থ্য কার্ড চালুর প্রতিশ্রুতিসহ ইত্যাদি।
দফাগুলো বাস্তবায়নে নান্দাইলবাসীর ঘরে ঘরে পৌছে দেওয়ার লক্ষে বিভিন্ন জায়গায়, হাটে বাজারে জনসংযোগ করে যাচ্ছেন মামুন বিন আব্দুল মান্নান। মতবিনিময় সভায় নান্দাইলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ৪৫জন সাংবাদিক উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :