৪০ লিটার চোলাই মদসহ চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ (২৩ জানুয়ারি) সকালে পুলিশ আদালতের মাধ্যমে তাদের কারাগারে সোপর্দ করে। গ্রেপ্তারকৃতরা হলেন রাউজান উপজেলার বাসিন্দা মো. শুভ (২২) ও মো. নাজিম উদ্দিন (২৪)।
এর আগে, বুধবার (২২ জানুয়ারি) বিকেলের দিকে উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়া থানাধীন সরফভাটা ইউনিয়নের সিঙ্গাপুর মার্কেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম এ বিষয়ে একুশে সংবাদকে জানান, বুধবার বিকেলে চল্লিশ লিটার চোলাই মদসহ তাদের দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় এ কাজে ব্যবহৃত একটি সিএনজিও জব্দ করা হয়। মাদক নিয়ন্ত্রণ আইনের ধারায় মামলা দিয়ে তাদের বৃহস্পতিবার সকালে আদালতে সোপর্দ করা হয়।
একুশে সংবাদ////র.ন
আপনার মতামত লিখুন :