পটুয়াখালীর বাউফলে সড়ক দুর্ঘটনায় মো. তরিকুল ইসলাম শরীফ (৩৫) ও লঞ্চের ধাক্কায় মো. সেন্টু প্যাদা (৫০) নামের দুজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভোর সাড়ে ছয়টার দিকে বাউফল-বগা সড়কের রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার মানিক চৌকিদারের বাড়ির সামনে সড়ক দুর্ঘটনায় নিহত হন মো. তরিকুল ইসলাম শরীফ (৩৫) তরিকুলের মরদেহ উদ্ধার করে বাউফল থানা পুলিশ।
তরিকুল উপজেলার কনকদিয়া ইউনিয়নের আবু বক্কর শরীফের ছেলে।
বগা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধারনা করা হচ্ছে পরিবহনের কোনো গাড়ি অথবা ট্রাক তাঁকে চাপা দিয়েছে। এবং ঘটনাস্থলেই তরিকুল মারা যায়। তাঁর মাথা থেতলে গেছে। গাড়ি শনাক্তের চেষ্টা চলছে।
একইদিন সকাল আটটার দিকে তেঁতুলিয়া নদীর মমিনপুর এলাকা থেকে সেন্টু প্যাদার লাশ উদ্ধার করেছে কালাইয়া বন্দর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা।
সেন্টু প্যাদা উপজেলার কেশবপুর ইউনিয়নের উত্তর মমিনপুর গ্রামের মো.আওলাদ প্যাদার ছেলে। তিনি পেশায় একজন জেলে ছিলেন।
কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আবু বক্কর সিদ্দিক বলেন, নদীতে মাছ ধরতে গেলে ঢাকা থেকে ছেড়ে আসা ডাবল ডেকার লঞ্চের ধাক্কায় আহত হয়ে পানিতে পড়ে যায় সেন্টু প্যাদা। সকাল আটটার দিকে ক্ষতিগ্রস্ত ট্রলারের নিচ থেকে জালে পেচানো অবস্থায় সেন্টু প্যাদার লাশ উদ্ধার করা হয়।
এসময় নৌকায় থাকা মো. রেজাউল (৩৫) ও সুজন ফকির (৩৪) নামে আরও দুইজন আহত হন। কুয়াশা থাকায় কোন লঞ্চের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে তা নিশ্চিত করা যায়নি।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :