নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে রূপগঞ্জ ইউনিয়ন জিয়া মঞ্চের আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের বাগবের সিটি মার্কেট এলাকায় রূপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক আমির হোসেন এর সঞ্চালনায়, জেলা জিয়া মঞ্চের সভাপতি আফজাল হোসেন আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল হালিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন আলো, জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম প্রধান, রূপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সভাপতি জজ মিয়া, রূপগঞ্জ উপজেলা জিয়ামঞ্চের সাধারন সম্পাদক আমির হোসেন, রূপগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি সার্জন মোমেন, মান্নান, আশিক, আক্তার মাষ্টারসহ আরো অনেকে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :