ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত ১টা ৩০ থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এদিকে, ফেরি বন্ধ থাকায় ঘাট পাড়ে অপেক্ষা করছে বিভিন্ন ধরনের যানবাহন।
জানা যায়, ঘন কুয়াশার কারণে এ নৌরুটে বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার মাত্রা বাড়তে থাকে। রাত ১টা ৩০ মিনিটের পর থেকে কুয়াশার মাত্রা তীব্র আকার ধারণ করে। তখন ফেরি চলাচলের জন্য নদীতে রাখা বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনা এড়ানোর জন্য এই এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে ঘাট কর্তৃপক্ষ। ফেরি বন্ধের পর থেকে ঘাটে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে যানবাহনের সংখ্যা।
বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। ফলে দুর্ঘটনা এড়াতে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়।
বিআইডব্লিউটিসি‘র দৌলতদিয়া ঘাট শাখার সহকারি ব্যবস্থাপক দুর্জয় দেওয়ান ফেরি বন্ধের বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার মাত্রা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে। গত দুদিন ধরে কুয়াশার কারণে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ ছিল এ নৌরুটে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :