ময়মনসিংহের নান্দাইলে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার আচারগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি ) দুপুরে তিনি বিদ্যালয় পরিদর্শন করেন। এসময় ইউএনও শিক্ষকদের যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিতি, শিক্ষার সার্বিক মান ও পরিবেশ সংরক্ষণ, অভিভাবকদের সঙ্গে নিয়মিত মতবিনিময় সভাসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেন।
ইউএনও বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। শিক্ষার্থীদের স্বতঃস্ফুর্ত উপস্থিতি দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।তিনি শিক্ষার্থীদের শেখন কার্যক্রমে নিবিড়ভাবে সম্পৃক্ত থাকার জন্য শিক্ষকদের ধন্যবাদ জানান।
ইউএনও সারমিনা সাত্তার জানান, বিদ্যালয় পরিদর্শন করে বিদ্যালয়সমূহের বাস্তব চিত্র দেখার চেষ্টা করছি।শিক্ষা ব্যবস্থায় সঠিকভাবে শিক্ষাদান ও শিক্ষার্থী ঝরে পড়া রোধ কল্পে বিদ্যালয় পরিদর্শন অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :