কুড়িগ্রামে আয়োজিত এক বিশাল কর্মী সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন মানবিক বাংলাদেশ না গড়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে।শুক্রবার (২৪ জানুয়ারি) কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। শীত আর কুয়াশা উপেক্ষা করে ভোর থেকেই হাজারো কর্মী সম্মেলনে যোগ দিতে দলে দলে সমবেত হন। জামায়াতের আমির মঞ্চে উঠার আগেই পুরো মাঠ মুখরিত হয়ে ওঠে “নারায়ে তাকবির, আল্লাহু আকবার” ধ্বনিতে।
ডা. শফিকুর রহমান বলেন, “শহীদ পরিবারগুলোর প্রতি আমাদের অঙ্গীকার, তাদের সন্তানদের যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে জীবন দিয়েছেন, তা অর্জিত না হওয়া পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাবো। “বাংলাদেশের মানুষ দেশপ্রেমিক। এক বছর আগেও মানুষ ভাবতে পারেনি আওয়ামী লীগ ক্ষমতা হারাবে। তারা ভীতি ছড়িয়েছিল যে ক্ষমতা হারালে লাখ লাখ মানুষ খুন হতে পারে। কিন্তু জনগণ তাদের মিথ্যা প্রমাণ করেছে।”
“গত ১৭ বছরে আওয়ামী লীগ ২৬ হাজার লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। তারা ক্ষমতায় টিকে থাকতে খুন ও দমন-পীড়নের মাধ্যমে মানুষকে অত্যাচার করেছে।”
তিনি আরও বলেন, “আমরা চাই ফ্যাসিস্ট শক্তিগুলো যেন আর ফিরে আসতে না পারে। যারা অন্যায় করেছে, তাদের বিচার বাংলার মাটিতেই হবে।”
সম্মেলনে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আব্দুল মতিন ফারুকী। সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা মো. নিজম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, লালমনিরহাট জেলা আমির অ্যাডভোকেট আবু তাহের, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির সভাপতি ব্যারিস্টার মাহবুব আলম সালেহী এবং অন্যান্য নেতৃবৃন্দ।
কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানা থেকে আগত হাজারো কর্মী এবং সমর্থকদের উপস্থিতিতে সম্মেলনটি জমজমাট হয়ে ওঠে। কর্মী সম্মেলনে জেলার ১০টি থানার আমিরগণসহ আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।
ডা. শফিকুর রহমানের বক্তব্য এবং কর্মী সম্মেলনের আবেগঘন পরিবেশ প্রমাণ করে, মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে জামায়াতে ইসলামীর লড়াই অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :