AB Bank
ঢাকা শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সীমান্তে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, দিনাজপুর
০৫:০২ পিএম, ২৪ জানুয়ারি, ২০২৫
সীমান্তে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

দিনাজপুরের বিরলের এনায়েতপুর সীমান্ত থেকে মো. আল আমিন নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (২৪ জানুয়ারি) এনায়েতপুর সীমান্ত এলাকা থেকে তাকে ধরে নেওয়ার ঘটনা ঘটে।

ঘটনাটি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আবু সুফিয়ান।

স্থানীয় সূত্রে জানা গেছে, দিনাজপুরের বিরল উপজেলার ৮নং ধর্মপুর ইউনিয়নের এনায়েতপুর সীমান্তের শূন্য রেখার ৩২৩ নম্বর পিলারের পাশ থেকে মো. আল আমিনকে ধরে নিয়ে যায় বিএসএফ। আল আমিন দিনাজপুরের দ্বীপনগর গ্রামের বাসিন্দা এবং আইজ উদ্দিনের ছেলে

স্থানীয়রা জানান, সকালে এনায়েতপুরের দ্বীপনগর গ্রামে সীমান্তের শূন্যরেখার ৩২৩নং পিলারের পাশে আল আমিন নিজ জমিতে কাজ করছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা এসে তাকে ধরে ক্যাম্পে নিয়ে যায়। পরে তার পরিবারের লোকজন বিজিবি সদস্যদের কাছে গিয়ে বিষয়টি জানান। তবে কী কারণে তাকে আটক করে নিয়ে যায় তা এখনও জানা যায়নি।

এ দিকে দিনাজপুর-৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান-উল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে ইউপি সদস্য আবু সুফিয়ান বলেন, ‘বিকেলে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে কৃষক আল আমিনকে হস্তান্তর করার কথা রয়েছে। এ ঘটনায় পর স্থানীয়রা বেশ আতঙ্কের মধ্যে রয়েছেন। বর্তমানে এলাকার পরিস্থিতি থমথমে রয়েছে।’
 

একুশে সংবাদ/আ.ট/এনএস

Link copied!