পার্শ্ববর্তী দেশ ভারত থেকে সরাসরি মাদকদ্রব্য ফেন্সিডিল এনে ঢাকাসহ বিভিন্ন জেলায় বিক্রি করতেন। সাভারের একটি ভাড়া বাসায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন জুয়েল। অবশেষে ধরা পড়েছে ঢাকা জেলার ডিবি (উত্তর) পুলিশের জালে।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিন।
এর আগে, বৃহস্পতিবার সন্ধায় সাভারের আলমনগরস্থ সুগন্ধা হাউজিং এলাকা থেকে ১ হাজার ৫ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হলন, বরগুনা জেলার আমতলী থানার আটারগাছিয়া গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে জুবায়েন হোসেন জুয়েল (৪০) তিনি আলমনগর সুগন্ধা হাউজিং ভাড়া বাসায় বসবাস করতেন। এসময় তার কাছে থেকে ১ হাজার ৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ জানায়, দীর্ঘদিন যাবত পার্শ্ববর্তী দেশ ভারত থেকে ফেন্সিডিল এনে ঢাকা সহ আশেপাশের জেলায় বিক্রয় করেন।সিডিএমএস পর্যালোচনা করে দেখা যায় তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিন জানান, এঘটনায় আরো কারা জড়িত আছে এবিষয়ে তদন্ত অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :