AB Bank
ঢাকা শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশী  আহত


Ekushey Sangbad
জয়দেব, বান্দরবান জেলা প্রতিনিধি
০৬:১৯ পিএম, ২৪ জানুয়ারি, ২০২৫
সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশী  আহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার আষাঢ়তলী-লেম্বুছড়ি মিয়ানমার সীমান্তে চোরাই গরু আনতে গিয়ে পৃথক পৃথক স্থানে ল্যান্ডমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশী যুবক আহত হয়েছে। আহতদের মধ্যে একজনের পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

আহতরা হলেন- আলী হোসেন (৩৫), মো: আরিফ উল্লাহ (৩০), দৌছড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ রাসেল (২৫)। শুক্রবার সকালে পৃথক স্থানে এ দূর্ঘটনা ঘটে। ল্যান্ডমাইন বিস্ফোরণে আলী হোসেনের পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

স্থানীয়রা জানায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ফুলতলী মিয়ানমার সীমান্তের ৪৭-৪৮ নম্বর সীমান্ত পিলার ফুলতলী - আষাঢ়তলী এলাকায় কাঁটাতারের পার্শবর্তী মিয়ানমার থেকে অবৈধ পথে চোরাই গরু আনতে গেলে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর পুতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরিত হয়। এতে দুজন বাংলাদেশী নাগরিক গুরুতর আহত হয়।

অপরদিকে দোছড়ি ইউনিয়নের লেম্বুছড়ি এলাকায় সীমান্তের জিরো পয়েন্টে ল্যান্ডমাইন বিস্ফোরণে  মো: রাসেল নামের যুবক আটক হয়েছে। আহত রাসেল ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত বলে স্থানীয়রা জানান । 

খবর পেয়ে স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে  নাইক্ষ্যংড়ি হাসপাতালে ও উখিয়া হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য শামশুল আলম জানান, মায়ানমার  সীমান্তে পৃথকস্থানে মাইন বিস্ফোরণে আহত ৩ বাংলাদেশী যুবককে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে আলী হোসেনের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। অন্যরা শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়েছে। আহতরা মিয়ানমার সীমান্তে ওপারে গরু আনতে গিয়েছিল।

 এ ঘটনায় সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। এদিকে মাইন বিস্ফোরণে  আহতদের বিষয়ে জানতে বিজিবি সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তবে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুল জানান, সীমান্তে বিস্ফোরণে আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। একজনের পা বিচ্ছিন্ন হয়েছে। অপর দুজনের শরীরের বিভিন্ন অংশে আঘাতপ্রাপ্ত হয়েছে বলে জেনেছি। ঘটনাটি মায়ানমারের অভ্যন্তরে ঘটেছে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম জানান, নাইক্ষ্যংছড়ি সীমান্তে পৃথকস্থানে ল্যান্ডমাইন বিষ্ফোরণে ৩ জন আহত হওয়ার খবর পেয়েছি। সীমান্ত এলাকা হওয়ায় বিষয়টি বিজিবি দেখছেন।

একুশে সংবাদ/ এস কে 

Link copied!