কক্সবাজারের টেকনাফ থানা পুলিশের অভিযানে ১৫ অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। ওই ঘটনায় ২ অপহরণকারী কে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধারকৃতদের মধ্যে ১৫ জন পুরুষ ও ৬ জন শিশু রয়েছে। পুরুষদের মধ্যে ১০ জন রোহিঙ্গা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীরা হলেন-টেকনাফ থানাধীন বাহারছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মধ্যম কচ্চপিয়া এলাকার নুরুল কবিরের ছেলে মোঃ হারুন (২৫) ও নুর মোহাম্মদ (১৯)।
টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে টেকনাফ থানাধীন বাহারছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মধ্যম কচ্চপিয়া সাকিনস্থ নুরুল ইসলাম মেম্বারের বসতবাড়ীর পিছনে গহীন পাহাড়ের চুড়ায় অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে ২ জন আসামীকে ধৃত করা হয়। অন্যান্যরা অভিযান টের পেয়ে পালিয়ে যায়। টেকনাফ থানা পুলিশের আভিযানিক দল অপহরণের শিকার হওয়া ১৫ জনকে উদ্ধার পূর্বক নিরাপদ হেফাজতে নেন। ভিকটিমগণ উখিয়া-টেকনাফ থানাধীন বিভিন্ন এলাকার বাসিন্ধা এবং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে। আসামীরা ভিকটিমদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে ১৬/১৭ দিন যাবৎ ধাপে ধাপে ভিকটিমদের ঘটনাস্থলে নিয়ে গিয়ে মুক্তিপণ আদায়ের জন্য জোরপূর্বক গহীন পাহাড়ের চুড়ায় আটকে রাখে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
একুশে সংবাদ/ঢ.প/এনএস
আপনার মতামত লিখুন :