AB Bank
ঢাকা শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তারুণ্যের শক্তিকে রোধ করা যায়না : ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন


Ekushey Sangbad
সাব্বির হোসেন, পলাশ, নরসিংদী
০৭:০০ পিএম, ২৪ জানুয়ারি, ২০২৫
তারুণ্যের শক্তিকে রোধ করা যায়না : ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন

তারুণ্যের শক্তিকে রোধ করা যায়না এবং দেশ গঠনে তরুন সমাজের প্রয়োজনীয়তা আছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। আজ শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে নরসিংদীর সাটিরপাড়ায় তারুণ্যের উৎসব ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী৷ অনুষ্ঠানে, ফুটবল, ব্যডমিন্টন ও ক্রিকেটের বিভিন্ন ক্যটাগরিতে মোট ৮ টি দল পুরস্কার পায়। 

এসময় বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আরও বলেন, এবারের বৈষম্যবিরোধী আন্দোলনে তরুণরা অকাতরে তাদের জীবন বিলিয়ে দিয়েছে। তরুণ সমাজ একটি ট্রমার মধ্য দিয়ে গিয়েছে। তরুণদের এখন মূল স্রোতে ফিরিয়ে এনে দেশ গঠনের উপযোগী করতে খেলাধুলা একটি বড় মাধ্যম। 

অনুষ্ঠানে নরসিংদী জেলা প্রশাসনের স্থানীয় সরকারের উপপরিচালক মৌসুমী সরকার রাখী, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট রাশেদুল হাসান রিন্টু, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) ফারজানা আলম, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও ক্রীড়া প্রেমিরা উপস্থিত ছিলেন। 

 

একুশে সংবাদ/ এস কে 

Link copied!