AB Bank
ঢাকা শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাদারগঞ্জের গ্যাস অনুসন্ধান কূপ খনন প্রকল্পের উদ্বোধন


Ekushey Sangbad
সাইফুল, মাদারগঞ্জ, জামালপুর
০৭:৫৪ পিএম, ২৪ জানুয়ারি, ২০২৫
মাদারগঞ্জের গ্যাস অনুসন্ধান কূপ খনন প্রকল্পের উদ্বোধন

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গ্যাস অনুসন্ধান কূপ খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের তারতাপাড়া এলাকায় জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন কার্যক্রমের উদ্বোধন করেন জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।

জানা গেছে, পেট্রোবাংলার রূপকল্প-৩ প্রকল্পের আওতায় মাদারগঞ্জ উপজেলাকে অন্তর্ভুক্ত করে ২০১৭ সালে তারতাপাড়া এলাকায় গ্যাস অনুসন্ধান প্রকল্পের কাজ শুরু করা হয়। ১৬৭ কোটি টাকার ওই প্রকল্পে প্রায় ৬ একর ভূমি অধিগ্রহণ, ভূমি উন্নয়ন এবং লিংক রোড নির্মাণ কাজ শেষে আজারবাইজানের গ্যাস কূপ খনন প্রতিষ্ঠান সরকার (স্টেট ওয়েল কোম্পানী অব দ্যা আজারবাইজান রিপাবলিক) খনন কাজ না করে চলে যায়। এ অবস্থায় দীর্ঘ ৭বছর পর জামালপুর-১ নামে প্রকল্পের আওতায় দেশীয় প্রতিষ্ঠান বাপেক্সের মাধ্যমে শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে এই প্রকল্পের খনন কাজ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, জামালপুর-১ অনুসন্ধান কূপ খননে খরচ হবে ১৬৮ কোটি টাকা। প্রাথমিকভাবে এখানে ৪০০বিসিএফ গ্যাস পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে। সে হিসেবে প্রতিদিন এখান থেকে দশ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে; জাতীয় গ্রীডে যোগ হবে। খনন প্রকল্পের গ্যাস যাবে সরিষাবাড়ির যমুনা ফার্টিলাইজার কোম্পানিতে। এখানে গ্যাস পাওয়া গেলে আশেপাশে আরো কূপ খনন করলে এখানকার জনসাধারণের জীবনমান উন্নত হতে পারে।

তিনি আরও বলেন, গ্যাসের সংকট কমাতে আগামী দুই বছরে সারা দেশে ১০০টি নতুন গ্যাস কূপ খনন করা হবে। এ ছাড়াও পুরোনো ৩১টি গ্যাস কূপ সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার।

জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন কার্যক্রমের উদ্বোধনে আগে পেট্রোবাংলা ও বাপেক্স-এর কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় সভা করেন জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান, বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মো. শোয়েব ও উপমহাব্যবস্থাপক মশিউর রহমান। এ সময় মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির শাহ্, সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা, মাদারগঞ্জ সার্কেলে এএসপি সাইদুর রহমানসহ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!