খুলনায় দুর্বৃত্তদের গুলিতে প্রকাশ্যে অর্ণব শীল (২৬) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন।
শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ৯টার দিকে খুলনা মহানগরীর ব্যস্ততম কেডিএ অ্যাভিনিউ সড়কের তেঁতুলতলা মোড়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অর্ণব শীলকে একদল দুর্বৃত্ত তেঁতুলতলা মোড়ে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার কারণ এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে। নিহত অর্ণব নগরীর সোনাডাঙ্গা এলাকার ঠিকাদার নীতিশ চন্দ্র সরকারের ছেলে ও অর্ণব নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনার এমবিএ শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়দের বরাতে সোনাডাঙ্গা থানা পুলিশ জানায়, রাত ৯টার দিকে তেঁতুলতলা মোড়ে মোটরসাইকেলের উপর বসে চা খাচ্ছিলেন অর্ণব। ওই সময় ৪ থেকে ৫ জনের একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালিয়ে তাকে কুপিয়ে ও গুলি করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিলে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক অর্ণবকে মৃত ঘোষণা করেন।
তাৎক্ষণিকভাবে নৃশংস এ হত্যাকাণ্ডের কারণ জানা না গেলেও ঘটনাস্থল থেকে ২ রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) এডিসি (মিডিয়া) মোহাম্মদ আহসান হাবীব এ তথ্য গনমাধ্যমকে নিশ্চিত করেছেন।
একুশে সংবাদ/ব.ন/এনএস
আপনার মতামত লিখুন :