বরিশালের উজিরপুরে আগুনে পুড়েছে বিএনপি কর্মীর বসত ঘর। শুক্রবার সন্ধ্যায় উপজেলার পূর্ব জয়শ্রী গ্রামে অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস, পুলিশ ও ইউএনও জানিয়েছেন।
তবে বিএনপির কর্মী মোফাজ্জেল হাওলাদারের দাবি জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশি তার ঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। তার বিরুদ্ধে থানায় অভিযোগ দেয়া হবে। অগ্নিকান্ডে তার প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
উজিরপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. আব্দুর রশিদ বলেন, ‘পূর্ব জয়শ্রী গ্রামের হাওলাদার বাড়ীর মোফাজ্জেল হাওলাদারের ঘরে সন্ধ্যায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে তারা সন্ধ্যা সাড়ে ৬টায় ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। তাদের দুইটি ইউনিট তিন ঘন্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে। আগুনে একটি টিনসেট ঘর সম্পূর্ন পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারন করা যায়নি। কিভাবে অগ্নিকান্ডের কারন অজ্ঞাত।’
উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম বলেন, ঘরে এ সময় কেউ ছিলো না। তবে মোফাজ্জেল দাবি করেছে শত্রুতার জের ধরে প্রতিবেশি ঘরে আগুন দিয়েছে। অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। যার ঘর পুড়েছে, তিনি নিজেকে বিএনপি কর্মী দাবি । পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ আগুন দিয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রস্তুতি চলছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :