যশোরের অভয়নগরে শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় নওয়াপাড়ার আকিজ সিটিতে উপজেলা জামায়াত ইসলামীর সাথে নওয়াপাড়া বাজারের বিশিষ্ট ব্যাবসায়ীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন হজরত মাও. অলি উল্লাহ বরকতী। এস এম মহিউল ইসলামের সঞ্চালনায় উক্ত সভায় সভাপতিত্ব করেন অভয়নগর উপজেলা জামায়াত ইসলামী পেশাজীবি বিভাগের সভাপতি গোলাম মোস্তফা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক গোলাম রসুল,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াত ইসলামীর সহ সম্পাদক মো. মনিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াত ইসলামীর ওলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ মাও. আ. আজিজ, অভয়নগর উপজেলা জামায়াত ইসলামীর আমির সরদার শরীফ হোসেন।
ব্যাবসায়ী প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া সার ব্যাবসায়ী সমিতির সা. সম্পাদক শাহ জালাল হোসেন, শিল্পপতি আনিছুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল গনি সর্দার।
প্রধান অতিথি তার বক্তব্যে ব্যাবসায়ীদের জন্য সুষ্ঠু পরিবেশ রক্ষার জন্য সম্পুর্ন সহযোগিতার আশ্বাস দেন। এছাড়াও উক্ত সভায় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ////র.ন
আপনার মতামত লিখুন :