রাজবাড়ীর গোয়ালন্দের ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া প্রান্তে ভোর ৬টা ৫০ মিনিট থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত প্রায় ২ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকে। এ ছাড়াও ৭টি ফেরি নোঙ্গর করে থাকে বলে জানান বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মোহাম্মদ সালাহউদ্দিন।
দৌলতদিয়া বিআইডব্লিউটিসি ও ঘাটসূত্রে জানা যায়, রোববার ভোর ৬টা ৫০ মিনিটে
পদ্মানদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরি চলাচলের চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা না যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এ সময় দৌলতদিয়া জিরো পয়েন্টে দূরপাল্লার বাস ও ট্রাক পারাপারের জন্য আটকে থাকতে দেখা যায়।অনেক যাত্রীকে বাস থেকে নেমে ট্রলার ভাড়া করে জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হতে দেখা গেছে।
সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাহউদ্দিন একুশে সংবাদকে বলেন, ঘন কুয়াশা রাতে না পড়ে হঠাৎ করে রোববার ভোর ৬টা ৫০মিনিট থেকে পড়া শুরু করলে ফেরি চলাচল বন্ধ করে দেই। প্রায় ২ ঘণ্টা পর আবার কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।বর্তমানে এ নৌরুটে ছোট বড় মিলে মোট ১৫টি ফেরি যাত্রীদের পারাপারে নিয়োজিত রয়েছে।
একুশে সংবাদ//যু//র.ন
আপনার মতামত লিখুন :