AB Bank
ঢাকা সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ১৩ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টিসিবির ৮০ বস্তা চাল-ডাল জব্দ, আটক-৩


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, জামালপুর
১১:২৮ এএম, ২৬ জানুয়ারি, ২০২৫
টিসিবির ৮০ বস্তা চাল-ডাল জব্দ, আটক-৩

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় টিসিবির ৮০ বস্তা চাল-ডালসহ তিন জনকে আটক করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। শনিবার রাতে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া এলাকা থেকে এ চাল-ডাল জব্দসহ তিন জনকে আটক করা হয়।


আটককৃতরা হলেন, চরবওলা এলাকার রমজান আলী (৫২), তেঘরিয়া উত্তরপাড়া এলাকার জেসমিন (৪০), জেসমিনের মেয়ে ফারজানা (২০) ।


মাদারগঞ্জ মডেল থানার এসআই আতোয়ার রহমান বলেন, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় জরুরী ডিউটি করা কালে গোপন সংবাদের মাধ্যম্যে জানিতে পারি যে, ১নং চর-পাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া বাজারের পার্শ্বে জনৈক হুমায়ুন আলী এর বাড়ীতে টিসিবির পন্য চাল ও ডাল অবৈধ ভাবে মজুদ ও টিসিবির বস্তা পরিবর্তন করিয়া নতুন বস্তায় রুপান্তর করিতেছে। উক্ত সংবাদ অফিসার ইনচার্জ সাহেবেকে অবহিত করিয়া ঘটনার সত্যতা যাচাই করিবার জন্য সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হই। ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়।


উপস্থিত জনগনের সহায়তায় ৮০ বস্তা (চাল ও ডাল) বিধি মোতাবেক জব্দ করা হয়। ঘটনাস্থল হইতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার জন্য ০৩ জন কে আটক করি। ঘটনা ও আটক ব্যক্তিদের বিষয়ে যাচাই বাচাই করা হইতেছে। উক্তঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়াধীন। আটককৃতদের দাবি এসব মালামাল কিসের সে বিষয়ে তারা জানতেন না, তারা দিনমজুর হিসেবে কাজ করেন।

 

একুশে সংবাদ////র.ন

Link copied!