AB Bank
ঢাকা সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ১৩ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নরসিংদীতে আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত ১


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, নরসিংদী
০১:১৬ পিএম, ২৬ জানুয়ারি, ২০২৫
নরসিংদীতে আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে আলমগীর হোসেন আলম নামে একজন নিহত হয়েছেন এবং কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। সংঘর্ষে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রোববার (২৬ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটের দিকে বাঁশগাড়ি ইউনিয়নে এ সংঘর্ষ শুরু হয়। টেঁটা ও বন্দুক ব্যবহৃত হওয়া এই সহিংসতায় প্রাথমিকভাবে একজন নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে।’

জানা গেছে, রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল বাঁশগাড়ি ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলাম ও বর্তমান চেয়ারম্যান জাকির হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই দ্বন্দ্বের জেরে দুই পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটে, যেখানে বহুজন নিহত ও আহত হয়েছেন। এসব ঘটনায় উভয়পক্ষ একে অপরের বিরুদ্ধে মামলা ও পাল্টা মামলা করেছে।

রোববার সকালে এই বিরোধ চরমে পৌঁছে, যখন দুই পক্ষ ‍‍`যুদ্ধের ডাক‍‍` দিয়ে টেঁটা, বল্লম, দা, ছুরি এবং দেশীয় আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে প্রতিপক্ষের ছোড়া গুলিতে আশরাফুল চেয়ারম্যানের সমর্থক আলমগীর হোসেন আলম নিহত হন। এ সময় উভয়পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

খবর পেয়ে রায়পুরা থানা পুলিশসহ অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। আহতদের উদ্ধার করে নরসিংদী, বাহ্মণবাড়ীয়র নবীনগর ও বাঞ্ছারামপুরসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

নরসিংদী সদর হাসপাতালের (আরএমও) ডা. মাহমুদুল কবীর বাসার বলেন, আলমগীর নামে একজনকে মৃত অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে আনা হয়েছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, বাঁশগাড়ি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জাকির হাসান রাতুল ও সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলামে লোকজনের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা গনমাধ্যমকে বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে জাকির হাসান রাতুল সমর্থিত দুইজন ও আশরাফুল ইসলামের একজন নিহত হওয়ার খবর প্রাথমিকভাবে জানতে পেরেছি। দু’পক্ষ বাঁশগাড়িতে ঝগড়া শেষে এখন আবার মির্জাচরের দিকে যাচ্ছে— এমনটা খবর পেরেছি।

 

একুশে সংবাদ/ঢ.প/এনএস

Link copied!