সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় মরহুম আব্দুল লতিফ তালুকদার মেমোরিয়াল টি ১৬ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) সকাল ১১ টার সময় বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে উদ্বোধনী খেলা শুভ উদ্বোধন করা হয়।
মরহুম আব্দুল লতিফ তালুকদার মধ্যনগর সদরের সুনামধন্য বারবারের সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ছিলেন। মরহুম আব্দুল লতিফ তালুকদার মেমোরিয়াল টি ১৬ ক্রিকেট টুর্নামেন্ট এর সার্বিক তত্ত্বাবধানের ব্যবস্থা নিয়েছে, মরহুমের কনিষ্ঠ পূত্র মোঃ মিজানুর রহমান মিনু।
এসময় মরহুম আব্দুল লতিফ তালুকদার এর সুযোগ্য জ্যেষ্ঠ পূত্র, সদ্য সাবেক বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আব্দুল কাইয়ুম মজনু তালুকদার এর সভাপতিত্বে, উদ্বোধনী খেলার শুভ উদ্বোধন করেন, ইউএনও উজ্জ্বল রায়, ওসি মোঃ সজীব রহমান, সভাপতি আব্দুল কাইয়ুম মজনু, এছাড়াও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধ্যনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মধ্যনগর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সজীব রহমান, মধ্যনগর সদর ইউনিয়ন সাবেক বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবেহায়াত, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সয়ফুল, মধ্যনগর প্রেসক্লাবের সভাপতি এম এ মান্নান, এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ছাত্র দলের আহ্বায়ক মোঃ বেনু মিয়া,যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রায়হান উদ্দিন সুহেল,উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মোঃ মোছাব্বির তালুকদার সাগর, যুবদলের সদস্য শাকিল খান প্রমুখ।
পরিশেষে উপস্থিত থাকা সকল দর্শক ও অতিথিবৃন্দ, মরহুম এর বিদেহী আত্মাকে মাগফিরাত কামনায় ১ মিনিট নিরবতা পালন করেন। এবং তার জীবনের কৃতিত্ব নিয়ে আলোচনা করেন। ন্যায়বিচারক ও গুণী ফুটবলার এবং সাংস্কৃতিক বিনোদনের ছিলেন অনন্য প্রতীক, এবং নিরীহ নিপীড়িত মানুষের ছিলেন আশ্রয়স্থল।
একশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :