চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দরবারে আজিজিয়া রাঙ্গুনিয়া উপজেলা কমিটি`র সভাপতি মো. আজাদ শাহ’র কাছে চাঁদা দাবির প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
রোববার (২৬ জানুয়ারি) সকালে রাঙ্গুনিয়া পৌরসভার ইছাখালি জাকিরাবাদ এলাকায় এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা- মুহাম্মদ সোহেল, মুহাম্মদ আলী, মুহাম্মদ খোকন, হাফেজ নুরুর আমিন, ডা. আবুৃ তাহের, শাহ আলম, মুহাম্মদ সেলিম, মুহাম্মদ ইয়াকুব, মুহাম্মদ হারুন, মুহাম্মদ রাসেল, হালিমা বেগম, বালি বেগম, সাজু আক্তার, তানিয়া আক্তার প্রমুখ।
মানববন্ধন শেষে সমাবেশে বক্তারা বলেন- আকবরসহ স্থানীয় কয়েকজন ব্যক্তি মাইজভান্ডারী ত্বরিকার অনুসারি আজাদ শাহ্’কে নিয়ে নানা ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। আজাদ শাহ আধ্যাত্বিক সংগঠনের সাথে দীর্ঘদিন ধরে জড়িত রয়েছেন। তিনি নিজেকে কোনো আউলিয়া, পীর, দরবেশ দাবি করেন না। আউলিয়াদের নামে ফাতেহা করেন। গ্রামের সবাই সাড়ম্বরে পালন করেন। ফাতেহায় জনসমাগম বেশি দেখে আকবরসহ গুটিকয়েক মানুষ যড়যন্ত্রে মেতে উঠে। চাঁদা দাবি করে আউলিয়া কেরামদের ফাতেহা বন্ধ করতে নানা রকম ফন্দি করে। ভবিষ্যতে আজাদ শাহ’র বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে আইনি ব্যবস্থা নেবেন গ্রামবাসী।
এদিকে চাঁদা দাবি করার বিষয়ে জানতে চাইলে আকবর বিষয়টি অস্বীকার করে বলেন- তার বিভিন্ন কর্মকান্ডের বিরুদ্ধে আমি ফেইসবুকসহ বিভিভাবে প্রতিবাদ করায় আমাকে চাঁদবাজ বা চাঁদা চেয়েছি এমন মিথ্যাচার করছে। এ-বিষয়ে আমি আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :