AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পূর্ব শত্রুতার জের ধরে সরিষাবাড়ীতে আহত-৩


Ekushey Sangbad
রাইসুল ইসলাম খোকন, সরিষাবাড়ী, জামালপুর
০৫:৪০ পিএম, ২৬ জানুয়ারি, ২০২৫
পূর্ব শত্রুতার জের ধরে সরিষাবাড়ীতে আহত-৩

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের জামালপুরের সরিষাবাড়ীতে ৩ জন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে। গত মঙ্গলবার দুপুরে উপজেলার ভাটারা ইউনিয়নের বাউসী গজারিয়া মধ্যপাড়ায় এঘটনা ঘটে। বিষয়টি রবিবার (২৬ জানুয়ারি) সকালে নিশ্চিত করেন ভুক্তভোগীরা। আহতরা হলেন- সুরুজ শেখ (৫৫), আশিক (২২), এরশাদ আলী (৪০) ও চামেলী বেগম। এ ঘটনায় সরিষাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ভাটারা ইউনিয়নের বাউসি গজারিয়া মধ‍্যপাড়া এলাকার মৃত তাহেস শেখের পুত্র সুরুজ শেখ ও মৃত আজম মন্ডলের পুত্র আব্দুল মজিদ এর সাথে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল।


পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে ভর্তি করে। গুরুতর আহত আশিক (২২) কে উন্নত চিকিৎসার জন‍্য প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে পরে অবস্থার আরও অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


আহত সুরুজ শেখ বলেন, আমি এখানে জমি ক্রয় করে নতুন বাড়ি করে বসবাস করছি। কিন্তু আব্দুল মজিদ বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে আমাদের অত‍্যাচার করে। আমার নাতি হোসাইনকে পানিতে ফেলে দিয়েছিল। এ বিষয়ে আমি প্রতিবাদ করলে তারা আমাদের ওপর হামলা করে। আমি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সুষ্ঠু বিচার চাই।


এঘটনায় কথা বলতে অভিযুক্ত আব্দুল মজিদ এর বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি। এ-বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনর্চাজ (ওসি) চাঁদ মিয়া জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে এবং আসামি গ্রেফতারের চেষ্টা অব‍্যাহত রয়েছে।


একুশে সংবাদ////র.ন

Shwapno
Link copied!