চট্টগ্রামের চন্দনাইশে প্রবাসী বন্ধুর মারফতে পাঠানো সাড়ে ৮ ভরি স্বর্ণালংকার ও একটি আইপ্যাড আত্মসাৎ করে। দাবি কথায় উল্টো মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী দুবাই প্রবাসী মোঃ মাইনুদ্দিন, পিতা মৃত আমির হোসেন বাড়ি চন্দনাইশ উপজেলার বরকল কানাই মাদারী।
রবিবার (২৬ জানুয়ারি) বিকালে বাগিচাহাট এলাকার একটি রেষ্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রবাসী সাইফুদ্দিন লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, সাতবাড়িয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাষ্টার বাড়ি এলাকার আহমেদ রহমানের ছেলে মোঃ মাসুদুল আলমের সাথে দীর্ঘ ১৮ বছর যাবত আমার বন্ধুত্ব। প্রবাস জীবনে দু`জনে একইৎ বিল্ডিংয়ে আমরা দুইজন একসাথে বসবাস করতাম। সেই সুবাদে একে অপরের প্রতি বিশ্বাস ভালোবাসা জন্মায়। দুবাই থাকাকালিন সময়ে। প্রবাসী মাসুদুল বাংলাদেশে আসার কথা জানতে পেরে গত ৭ জানুয়ারী আমার স্ত্রীর ছোট ভাই প্রবাসী জাহেদের মাধ্যমে আমার স্ত্রীকে দেওয়ার জন্য ডকুমেন্টধারী সাড়ে ৮ ভরি স্বর্ণালংকার, ১টি আইপ্যাড চালান হিসেবে তার মারফতে গ্রামের বাড়িতে পৌঁছে দেয়ার জন্য দেয়। এমতাবস্থায় সে দেশে এসে চালানকৃত স্বর্ণ ও আইপ্যাড তার স্ত্রীকে না দিয়ে আত্মসাৎ করার পায়তারা চালাচ্ছে। গত ৯ জানুয়ারী মাসুদুল আলমের স্ত্রী খুশি আকতারের সাথে যোগাযোগ করা হলে সে আমাকে জানায় তার স্বামীকে কে বা কারা সাড়ে ৮ ভরি স্বর্ণালংকার ও ১টি আইপ্যাডসহ তাকে অপহরণ করে কুমিল্লা নিয়ে গেছে। তখন আমরা কুমিল্লা যাওয়ার চেষ্টা করলে তার স্ত্রী সুকৌশলে স্বর্ণলংকার আত্মসাৎ করার পাঁয়তারার লিপ্ত হয়।
গত ১০ জানুয়ারি আমি ও আমার বড় ভাই মহিউদ্দিন, দিদারুল আলম ও স্থানীয় মেম্বার খোরশেদ আলম সহ তার বাড়িতে গেলে সবার সামনে ফেরত দেয়ার আশ্বাস দেন, কয়দিন পর চিকিৎসার অজুহাত দেখিয়ে ৩/৪ দিন সময় নিয়ে এখনো পর্যন্ত চালানকৃত মালামাল গুলো ফেরত দেয়নি।
এ ব্যাপারে চন্দনাইশ থানায় আমি লিখিত অভিযোগ দায়ের করি। তাছাড়া ১৬ জানুয়ারি বিজ্ঞ চীফ জুডিশিয়াল হাকিম চট্টগ্রাম এর আদালতে মোঃ মাসুদুল আলম (৪০) ও তার স্ত্রী মোছাঃ খুশি আক্তার (৩৫) এবং তার বোন মোছাম্মৎ কুসুম (৩৫) এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পর থেকে প্রবাসী মাসুদুল আলম ষড়যন্ত্রমূলক ভাবে আমাকেসহ আমার পরিবারের সদস্যদেরকে জড়িয়ে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একের পর মামলা দায়ের করে হয়রানি করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আমি সোমবার সম্মেলনের মাধ্যমে বিভিন্ন হয়রানি মুলক মামলা প্রত্যাহারসহ আমার স্ত্রীর জন্যে পাঠানো সাড়ে ৮ ভরি স্বর্ণলংকার ও ১টি আইপ্যাড উদ্ধারের জন্যে সুষ্ঠু তদন্ত মাঝমে সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর সুদৃষ্টি কামনা করছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- স্থানীয় ইউপি সদস্য মোঃ খোরশেদুল আলম, মোঃ দিদারুল আলম. মহিউদ্দিন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :