AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফেনীতে সবুজ আন্দোলনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, ফেণী
০৮:১৮ পিএম, ২৬ জানুয়ারি, ২০২৫
ফেনীতে সবুজ আন্দোলনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

পরিবেশবাদী সামাজিক সংগঠন সবুজ আন্দোলন ফেনী জেলা শাখার পক্ষ থেকে রবিবার (২৬ জানুয়ারি) সকালে লস্কর হাট বাজারে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করে।


জেলা শাখার আহবায়ক এম মোকছুদুর রহমান মিয়াজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিশিষ্ট গবেষক ও সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পরিবেশ ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মুহাম্মদ মাহতাব হোসাইন মাজেদ।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ আন্দোলন সীতাকুণ্ড শাখার উপদেষ্টা  সদস্য সাইফুল ইসলাম চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী সদর থানা শাখার সভাপতি মাওলানা শেখ মোঃ আতিক উল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১১নং মোটবী ইউনিয়ন শাখার সহ-সভাপতি আনোয়ার হোসেন বাহার হাজারী।


প্রধান অতিথি জনগণের উদ্দেশ্যে বলেন, আমরা ধারাবাহিকভাবে পরিবেশ রক্ষায় কাজ করে আসছি। কিন্তু সামাজিক দায়বদ্ধতা থেকে সারা দেশে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আমরা ছোট পরিসরে ফেনী জেলায় সবুজ আন্দোলনের পক্ষ থেকে আজকের এই কর্মসূচি বাস্তবায়ন করছি। পর্যায়ক্রমে ফেনীর প্রত্যেকটি থানা পর্যায়ে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।


সবুজ আন্দোলন ফেনী জেলা শাখার  সদস্য মুহাম্মাদ হাফিজুর রহমান মাসুমের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, জাতীয় রোগী কল্যাণ সোসাইটির ফেনী জেলা শাখার সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ রিপন, সদস্য কুতুব উদ্দিন, সেলিম ও রাফি সহ জেলা শাখার নেতৃবৃন্দ।


একুশে সংবাদ////র.ন

Link copied!