AB Bank
ঢাকা সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ১৩ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বেনাপোলে আর্ন্তজাতিক কাস্টমস দিবস-২০২৫ পালিত


Ekushey Sangbad
ইয়ানুর রহমান, যশোর
০৯:১৬ পিএম, ২৬ জানুয়ারি, ২০২৫
বেনাপোলে আর্ন্তজাতিক কাস্টমস দিবস-২০২৫ পালিত

বেনাপোলে পালিত হয়েছে আর্ন্তজাতিক কাস্টমস দিবস- ২০২৫। রবিবার বেলা ১১ টার সময় বেনাপোল কাস্টম হাউস প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসের শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ‘যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য’ অধ্যাপক ড. আব্দুল মজিদ।

পরে, কাস্টম ক্লাবে আয়োজিত সেমিনার ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদাণ করেন তিনি। বলেন, বিশে^র সাথে তালমিলিয়ে বাংলাদেশ কাস্টম খুবই দক্ষতার পরিচয় দিয়ে এগিয়ে চলেছে। তাদের সাথে ‘দেশের উন্নয়নের স্বার্থে’ কাজ করছে সরকারের বিভিন্ন দপ্তর। যারা ব্যবসা করেন তাদেরকে তিনি হালাল উপার্যন ধরে রাখতে এবং সরকারের ভ্যাট ফাঁকিরোধে এইচএস কোর্ড পরিবর্তণ না করার আহবান জানান। বলেন, আমাদের যার যার অবস্থান থেকে সততা ধরে রাখতে পারলে একদিকে আমাদের হালাল রুজি অর্জণ হবে, অন্যদিকে সঠিক ভ্যাট পাবে সরকার।

এসময় তিনি কাস্টমকে আরও সহজভাবে/ মাঝামাঝি পর্যায়ে পণ্যের ভ্যাট/ ট্যাক্স নির্ধারণে এইচএস কোর্ড রাখার দাবি জানান। তাতে ব্যবসায়ীদের ব্যবসায় লাভের দেখা মিলেগেল তারা অসৎপথ অবলম্বন থেকে সরে আসবে। এতে তাদের ব্যবসায় লাভ বাড়বে আবার ব্যবসা বৃদ্ধিতে সরকার পাবে অতিরিক্ত রাজস্ব। এসময় তিনি দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে দেশের সকল নাগরিককে ট্যাক্স ও ভ্যাট প্রদানে এগিয়ে আসার আহ্বান জানান। “কাস্টম সেবায় প্রতিশ্রুতি- দক্ষতা নিরাপত্তা প্রগতি” এই প্রতিপাদ্য সামনে রেখে এবারের কাস্টম দিবস-২০২৫ পালন করা হয়।

যশোর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার শেখ আবু ফয়সল মোঃ মুরাদের সভাপতিত্বে এবং বেনাপোল কাস্টম হাউসের কমিশনার মোঃ কামরুজ্জামানের সহ-সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদাণ করেন ৪৯ যশোর বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী ও বেনাপোল কাস্টম ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডি (সিএন্ডএফ) এজেন্টস এসোসিয়েশনের সভাপতি আলহাজ¦ শামছুর রহমান। 

বেনাপোল কাস্টম হাউসের সহকারী কমিশনার আসিবউল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদাণ করেন উক্ত হাউসের অতিরিক্ত কমিশনার শরিফুল হাসান। পরে কাস্টম দিবসের প্রবন্ধ পাঠ করেন যুগ্ন-কমিশনার হাফিজুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ন-কমিশনার সুশান্ত পাল, কাস্টম ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডি এজেন্টস এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ¦ খায়রুজ্জামান মধু, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, গোয়েন্দা সংস্থা, করদাতা, সাংবাদিক ও সূধীজন।

তবে, প্রতিবছরের ন্যায় এবারের দিবস উদযাপনে বর্ণাঢ্য র‌্যালীসহ বিশেষ কোনও আয়োজন না থাকায় অনুষ্ঠানকে ঢিলেঢালাভাবে পালিত বলে মন্তব্য করেছেন আগন্তুক অনেকে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!