AB Bank
ঢাকা সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ১৩ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নীলফামারীতে কোকোর ১০ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,নীলফামারী
১০:২৯ পিএম, ২৬ জানুয়ারি, ২০২৫
নীলফামারীতে কোকোর ১০ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর দশম মৃত্যু বার্ষিকী উপলক্ষে নীলফামারীতে অসহায়, দুঃস্থ, শীতার্ত  মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে দুই শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। 

রোববার (২৬ জানুয়ারি) দুপুরে জেলা সমবায় দলের উদ্যোগে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এসব কম্বল বিতরণ করা হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার।জেলা সমবায় দলের আহ্বায়ক মাহমুদুল হক প্রধানের সভাপতিত্বে  বক্তব্য দেন, বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এম এ হাফিজ, জেলা সমবায় দলের সদস্য সচিব নুরুন্নবী দুলু, জিয়া পরিষদের সদস্য সচিব জাহাঙ্গীর আলম স্বপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোস্তাক হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আলমগীর সরকার বলেন, ‍‍`আরাফাত রহমান কোকো ছিলেন মানবিক ও নিষ্ঠাবান ব্যক্তি। তার স্মৃতিকে শ্রদ্ধা জানাতে এবং শীতার্ত মানুষের কষ্ট লাঘবের জন্য সমবায় দলের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই কোকোর প্রতি আমাদের সত্যিকারের শ্রদ্ধা। সবাইকে এমন মানবিক দায়িত্ব পালনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!