জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সোমবার দুটি মাদ্রাসায় ও ভুরারবাড়ি এলাকায় শীতার্ত ৩০০ জনের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। প্রিমিয়ার ব্যাংক সরিষাবাড়ী শাখার উদ্যোগে এ কম্বল বিতরণ করা হয়।
প্রিমিয়ার ব্যাংক সরিষাবাড়ী শাখা সূত্রে জানা গেছে, উপজেলায় প্রচন্ড শৈত্য প্রবাহ থাকায়, শীতার্ত গরিব মানুষ ও মাদ্রাসার শিক্ষার্থীদের কথা চিন্তা করে এ কম্বল বিতরণের উদ্যোগ নেওয়া হয়।
উপজেলার সাতপোয়া ইউনিয়নের ছাতারিয়া পূর্ব পাড়া কছির উদ্দিন মন্ডল এতিমখানায় একশত শিক্ষার্থীকে, মালিপাড়া নাজিমুদ্দিন হাফিজিয়া মাদ্রাসার একশত শিক্ষার্থীকে ও ভুরারবাড়ি এলাকায় একশত গরীব মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংক সরিষাবাড়ী শাখা ব্যবস্থাপক ফয়সল মাহমুদ, সহকারি ব্যবস্থাপক শেখ রাদিয়াল, কর্মকর্তা মোঃ সালমান-উল-আসিফ প্রমুখ।
উপজেলার সাতপোয়া ইউনিয়নের ছাতারিয়া কছিম উদ্দিন মন্ডল এতিম খানার মুহতারিম হাফেজ শাওন রানা বলেন, আমার মাদ্রাসায় একশত শিক্ষার্থীর মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। কম্বল পাইয়া বালাই হয়েছে। শিশু শিক্ষার্থীরা আর শীতে কষ্ট করবে না।
প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সরিষাবাড়ী শাখা ব্যবস্থাপক ফয়সল মাহমুদ বলেন, শীতার্তদের মধ্যে ৩০০ কম্বল বিতরণ করা হয়েছে।
একুশে সংবাদ////র.ন
আপনার মতামত লিখুন :