মুকসুদপুরে ৫৩ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মুকসুদপুর স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে।
সোমবার (২৭ জানুয়ারি) বিকালে মুকসুদপুর আইডিয়াল স্কুল মাঠে দিনব্যাপী শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহাদৎ আলী মোল্যার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার আব্দুল কাইয়ুম শরীফ, সরকারি এসজে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল চন্দ্র মণ্ডল, বোয়ালিয়া নেজামুদ্দীম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রাকিবুল হাসান, সুরুপি সালিনাবক্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুলু হোসেন মুন্সি, এপিএফ বদিউজ্জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনধীর বিশ্বাস, গোলাবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মোল্যাসহ অনেকে।
আলোচনা সভা শেষে অতিথিরা শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলার মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদ্রাসার বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :