AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফরিদপুর ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু


ফরিদপুর ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ফরিদপুরের আলফাডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১ জন। দুর্ঘটনায় আহত সুমন শেখকে (২৮) আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে


সোমবার (১.৩০ মিনিটে) আলফাডাঙ্গা-গোপালপুর সড়কে মমোর বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত খোকন খান (৫০) উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত্যু তবিবর খানের ছেলে।


নিহত খোকন খানের চাচাতো ভাই  খান আমিরুল ইসলাম জানান, দুপুরে আলফাডাঙ্গা বাজারের কাজ শেষ করে মেয়ের জামাই সুমন শেখের মোটরসাইকেলে পেছনে বসে বাড়ির দিকে আসছিলেন খোকন খান। আলফাডাঙ্গা-গোপালপুর সড়কে মমোর বাড়ির সামনে আসলে গাছ বোঝাই করা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলের পেছনে থাকা আমার চাচাতো ভাইয়ের মৃত্যু হয়। ভাগ্যক্রমে চালক জামাই সুমন বেঁচে যান। তাকে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


আলফাডাঙ্গা থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। মরদেহের নিতে এখনও পরিবারের পক্ষ থেকে কেউ আসেনি। আসলে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 

একুশে সংবাদ////র.ন

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!