AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জুলাই বিপ্লবে শাহবাগে আহত ইমাম হোসেনকে কর্মসংস্থান করে দিলেন জেলা প্রশাসক


Ekushey Sangbad
সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর
০৮:৩৩ পিএম, ২৭ জানুয়ারি, ২০২৫
জুলাই বিপ্লবে শাহবাগে আহত ইমাম হোসেনকে কর্মসংস্থান করে দিলেন জেলা প্রশাসক

পিরোজপুরের নেছারাবাদে জুলাই বিপ্লবের শাহবাগে আহত ইমাম হোসেনকে কর্মসংস্থানের জন্য মালামাল সহ দোকানের ব্যবস্থা করে দিলেন জেলা প্রশাসক মোঃ সৈয়দ আশরাফুল আলম খান। ইমাম হোসেন নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মাহমুদকাঠি গ্রামের মৃত মোঃ আফসার উদ্দিন এর ছেলে।

সোমবার (২৭ জানুয়ারি) বিকেল পাঁচটার দিকে নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রায়হান মাহমুদ জেলা প্রশাসকের পক্ষ থেকে মুদি মনোহরি দোকানের মালামাল সহ দোকানের চাবি হস্তান্তর করেন। 

জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার শাহবাগে ১১ই জুলাই পুলিশের লাঠিচার্জে আহত হন। এ সময় তার বাঁ হাত ভেঙে যায়। পরবর্তীতে পিরোজপুর জেলা প্রশাসকের কাছে কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করলে উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় জেলা প্রশাসক তাকে একটি ঘরের ব্যবস্থা করে দেন।

মালামাল সহ দোকান পেয়ে জুলাই বিপ্লবে আহত মোঃ ইমাম হোসেন বলেন, ১১ই জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলছিল এসময়ে নবাবপুর থেকে রাজমিস্ত্রি কাজের জন্য ঢাকা শাহবাগ চত্বরে পৌঁছালে আকস্মিক বেপরোয়া ভাবে পুলিশ আমার উপরে লাঠিচার্জ করে। লাঠির আঘাতে আমি মারাত্মকভাবে আহত হই একপর্যায়ে আমার বা হাত ভেঙে যায়। আমি এখন ভারী কাজ করতে পারি না তাই জেলা প্রশাসক আমাকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। সরকারের অনুগ্রহে আমি এখন আমার পরিবারকে নিয়ে বেঁচে থাকতে পারবো। 

নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রায়হান মাহমুদ বলেন, জুলাই বিপ্লবে ছাত্র জনতার আন্দোলনে আহতদের মাধ্যমে যে নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছেন এরই ধারাবাহিকতায় জেলা প্রশাসকের নির্দেশে নেছারাবাদ উপজেলায় কর্মসংস্থানের জন্য ইমাম হোসেনকে কিছু মালামাল দিয়ে একটি দোকানের ব্যবস্থা করে দিয়েছি। জেলা প্রশাসকের নির্দেশনায় এ ধরনের কার্যক্রম আরো অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন- স্বরূপকাঠি পৌর বিএনপি‍‍`র আহবায়ক মোঃ শফিকুল ইসলাম ফরিদ, নেছারাবাদ উপজেলা বিএনপি‍‍`র সিনিয়র যুগ্ম-আহবায়ক মোঃ নাসির উদ্দিন তালুকদার, নেছারাবাদ উপজেলা জামায়াতে ইসলামের সহ-সাধারণ সম্পাদক ও পৌর জামায়াতে ইসলামের আমির মোঃ জহির উদ্দিন, নেছারাবাদ পৌর বিএনপি‍‍`র যুগ্ম আহ্বায়ক মোঃ ওয়াহিদুজ্জামান মানিক, স্বরূপকাঠি প্রেসক্লাবের সভাপতি মোঃ গোলাম মোস্তফা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি মোঃ হারিসুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। 


একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!