লালমনিরহাটে সোনালী ব্যাংকের একটি উপ-শাখায় দুর্বৃত্তরা সুড়ঙ্গ খুঁড়ে প্রবেশের চেষ্টা করে। তবে স্থানীয়দের সজাগতায় তারা পালিয়ে যায়। গতকাল সোমবার দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার বড়বাড়ি সোনালী ব্যাংকের উপ-শাখায় এই ঘটনা ঘটে। ব্যাংকটি থেকে কোনো অর্থ বা অন্য কিছু লুট হয়েছে কিনা, তা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
স্থানীয়দের মতে, রাত দেড়টার দিকে ব্যাংকের পিয়ন সন্দেহজনক শব্দ শুনে বিষয়টি বুঝতে পারেন এবং চিৎকার করতে থাকেন। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে ব্যাংকের পেছনের দেয়ালে একটি সুড়ঙ্গ দেখতে পান। এরপর তারা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিলে, দ্রুত ঘটনাস্থলে এসে পুরো এলাকা ঘিরে ফেলে।
সোনালী ব্যাংকের বড়বাড়ি শাখার ব্যবস্থাপক রাজু মিয়া বলেন, "সোমবার রাতে ডাকাতির চেষ্টা চলছে বলে আমরা খবর পাই। সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাই। তবে ডাকাতরা ব্যাংক ভবনের পেছনের অংশ দিয়ে সুড়ঙ্গ খুঁড়লেও ভেতরে ঢুকতে না পারায় আমাদের কোনো আর্থিক ক্ষতি হয়নি।"
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবী বলেন, ‘ব্যাংকের কিছু খোয়া যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে। তদন্তের পর জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
একুশে সংবাদ/ই.ট/এনএস
আপনার মতামত লিখুন :