AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০২ এপ্রিল, ২০২৫, ১৮ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ট্রেন বন্ধ থাকায় অতিরিক্ত ভাড়া আদায় করছে বাস চালকরা


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,ময়মনসিংহ
০৭:০০ পিএম, ২৮ জানুয়ারি, ২০২৫
ট্রেন বন্ধ থাকায় অতিরিক্ত ভাড়া আদায় করছে বাস চালকরা

জাতীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ থাকায় বাসে যাত্রীচাপ বৃদ্ধি পেয়েছে। এ পরিস্থিতিতে বাস চালকরা ভাড়া ২ থেকে ৩ গুণ পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন। অফিস আদালত খোলা থাকায়, যাত্রীরা বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যাত্রা করছেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রিজ মোড় ও বাইপাস মোড়ে যাত্রীদের ভিড় ছিল খুব বেশি। অনেক যাত্রী বাসের সিট না পেয়ে দাঁড়িয়ে যাত্রা করেছেন, আবার অনেকে গাড়ির সিট না পেয়ে অপেক্ষা করছেন অন্য গাড়ির জন্য। অন্যান্য দিনের তুলনায় যাত্রী সংখ্যা কয়েকগুণ বেড়ে গেছে।

ঢাকাগামী সাদ্দাম হোসেন জানান, তিনি অফিসে যাওয়ার জন্য ট্রেনের টিকিট কিনেছিলেন, কিন্তু স্টেশনে গিয়ে দেখেন ট্রেন চলাচল বন্ধ। তাই তিনি বাধ্য হয়ে বাসে যাওয়ার জন্য পাটগুদাম ব্রিজ মোড়ে যান, সেখানে বাসগুলো ৪০০-৫০০ টাকা ভাড়া চাচ্ছিল। যেহেতু রাস্তায় যাত্রী সংখ্যা বেশি, তাই অতিরিক্ত ভাড়া দিয়েই তাকে গন্তব্যে যেতে হয়।

নগরীর আরেক বাসস্টপ বাইপাসে ঢাকামুখী পরিবহনের একটি বাসে বসে থাকা যুবক সাব্বির জানান, তিনি সাধারণত মাসকান্দা থেকে ইউনাইটেড বাসে যেতেন, কিন্তু আজ তিনি বাইপাস মোড়ে এসে বাসে উঠেন। বাসের কন্ডাক্টর অন্যান্য দিনের চেয়ে ২০০-৩০০ টাকা বেশি ভাড়া নিচ্ছে।

অনেক চালক ভাড়া বেশি নেয়ার কথা স্বীকার করলেও ইসলাম পরিবহনের একজন চালক বলেন, অনেকে দামাদামি করে ভাড়া বেশি নিচ্ছে। তবে আমি ভাড়া বেশি নিচ্ছি না।

জানতে চাইলে ময়মনসিংহ জেলা মটর মালিক সমিতির সম্পাদক খোরশেদ আলম বলেন, ট্রেন বন্ধের অজুহাতে কোনো বাসচালক অতিরিক্ত ভাড়া আদায় করতে পারবেন না। অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে কিনা খোঁজখবর নেওয়া হবে। কেউ অতিরিক্ত ভাড়া আদায় করে থাকলে তাকে জবাবদিহিতার আওতায় এনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

দুপুরে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, ট্রেন বন্ধের খবর না জেনে অনেক যাত্রী এসেছেন। তারা কাউন্টারে যাচ্ছেন টিকিট নেওয়ার জন্য। টিকিট না পেয়ে জানতে পারেন ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

মোসলেম উদ্দিন জামালপুর শহরে যাওয়ার জন্য রেলওয়ে স্টেশনে এসেছেন। কিন্তু টিকিট না পেয়ে তিনি বলেন, আমার মেয়েটা অসুস্থ তাই দেখতে যেতে চাইছিলাম। বাসে অতিরিক্ত ভিড় থাকায় যেতে পারবো কিনা জানি না।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট নাজমুল হক বলেন, ট্রেন বন্ধ থাকার বিষয়টি অনেকেই না জেনে স্টেশনে আসছেন। আমরা তাদের বুঝিয়ে বলছি। আশা করি দ্রুতই বিষয়টি সমাধান হয়ে যাবে।

 

একুশে সংবাদ/আ.ট/এনএস

Link copied!