AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সীমান্ত পেরিয়ে ছেলে ভারতে, বিজিবির হাতে আটক বৃদ্ধা মা


Ekushey Sangbad
আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল, ঠাকুরগাঁও
০৭:০৯ পিএম, ২৮ জানুয়ারি, ২০২৫
সীমান্ত পেরিয়ে ছেলে ভারতে, বিজিবির হাতে আটক বৃদ্ধা মা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে অনুপ্রবেশের সময় একজন বৃদ্ধা নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরিবারের অন্যান্য সদস্যরা ভারতের অভ্যন্তরে অবেধ্যভাবে প্রবেশ করতে সক্ষম হলেও বৃদ্ধ বয়স এবং শারীরিক অসুস্থতার কারণে তিনি সীমান্ত অতিক্রম করতে পারেননি।

২৮ জানুয়ারি  ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধীনস্থ চাঁন্দেরহাট বিওপির টহল দল ভবানীপুর সীমান্তে অভিযান চালায়। সীমান্তের মেইন পিলার ৩৩৩-এর কাছ থেকে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে তারা মাধুরী রায় (৫৬) নামে এক বাংলাদেশি নারীকে আটক করে। তিনি পীরগঞ্জ উপজেলার বাসিন্দা। তার স্বামী মৃত কবিরায়।

স্থানীয় সূত্রে জানা যায়, আটক মাধুরী রায়ের ছেলে, পুত্রবধূ এবং দুই নাতনি গতকাল রাতেই সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান। বৃদ্ধা মাধুরী রায় অসুস্থ থাকায় এবং সীমান্ত পাড়ি দিতে অক্ষম হওয়ায় তিনি সীমান্তে অবস্থান করছিলেন। তখন টহলদল তাকে আটক করে।মাধুরী রায় মূলত তার ছেলের সাথেই বসবাস করতেন। তবে তাদের এই সিদ্ধান্তের ফলে মাধুরী রায় এক প্রকার অসহায় অবস্থায় পড়ে যান।

পীরগঞ্জ উপজেলার দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান সনাতন চন্দ্র ঘটনার বিস্তারিত তুলে ধরে বলেন, “গতকাল রাতের অন্ধকারে মাধুরীর ছেলে কষ্ঠু তার স্ত্রী, দুই সন্তান এবং মাকে নিয়ে সীমান্তে যান। কষ্ঠু এবং তার পরিবার কাঁটাতারের বেড়া অতিক্রম করতে সক্ষম হলেও মাধুরী রায় বয়সজনিত কারণে পেরোতে পারেননি। পরদিন সকালে তাকে বিজিবি আটক করে। তবে মানবিক দিক বিবেচনা করে বিজিবি মাধুরী রায়কে আমার কাছে হস্তান্তর করে। পরে আমি তাকে তার নিজ বাড়িতে পৌঁছে দিই। বর্তমানে তিনি তার নিজ গ্রামেই রয়েছেন।”

৪২ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিও) লেঃ কর্নেল মো. আহসান উল ইসলাম (পিএস সি) বলেন, ‘আজ মঙ্গলবার দুপুরে সীমান্তের কাছে একজন বৃদ্ধ নারীকে অবস্থানরত অবস্থায় দেখতে পেয়ে আমাদের টহলদল তাকে আটক করে। তার বয়স এবং শারীরিক অবস্থা বিবেচনা করে আমরা তাকে থানায় না পাঠিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে হস্তান্তর করেছি।’

তিনি আরও বলেন, ‘সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সবসময় সজাগ রয়েছি। তবে জনগণের প্রতি আমাদের অনুরোধ থাকবে, কেউ যেন অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা না করেন।’

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!