বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানিয়েছেন, বিশ্ব ইজতেমাকে ঘিরে আগের তুলনায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। তিনি বলেন, যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আইজিপি আরও জানান, এবারের ইজতেমায় অন্তত সাত হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।
আইজিপি বলেন, ‘এবার প্রথমবারের মতো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্রিফিংয়ের পাশাপাশি বুকলেট দেওয়া হয়েছে, যা তাদের নিরাপত্তা ব্যবস্থায় আরও কার্যকর ভূমিকা রাখতে সহায়তা করবে।’
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান জানান, এবারের ইজতেমায় ১৬টি ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা পাঁচটি সেক্টরে ভাগ করে সাজানো হয়েছে। পুরো ইজতেমা মাঠ সিসি ক্যামেরার আওতায় থাকবে, পাশাপাশি ২০টি মোবাইল পার্টি ও ২০টি চেকপোস্ট নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে।
ইজতেমা উপলক্ষে ৩১ জানুয়ারি থোকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত মহাসড়কে পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ থাকবে বলেও জানান জিএমপি কমিশনার।
এর আগে ইজতেমা ময়দান পরিদর্শনে গিয়ে বয়ান মঞ্চ ও বিদেশি খিত্তা পরিদর্শন করেন আইজিপি। এ সময় তাঁর জিএমপি কমিশনারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্রিফিংয়ে জানানো হয়, ইজতেমার বিশেষ নিরাপত্তায় পুলিশ ও র্যাব সদস্যদের পাশাপাশি বোম্ব ডিসপোজাল ইউনিট, সোয়াট টিম, ডগ স্কোয়াড, ক্রাইম সিন ভ্যান, নৌ-টহল ও হেলিকপ্টার টহল থাকবে। পর্যাপ্ত সংখ্যক সিসিটিভি ক্যামেরা, আইপি ক্যামেরা ও নাইট ভিশন ক্যামেরা দিয়ে মনিটরিং করা হবে। এ ছাড়া প্রতিটি খিত্তায় পোশাকে এবং সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। পুরো ইজতেমা ময়দান নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে।
একুশে সংবাদ/আ.ট/এনএস
আপনার মতামত লিখুন :