AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাঙ্গুনিয়ায় ওয়ারিশান সনদ জালিয়াতে বৃদ্ধ গ্রেপ্তার


রাঙ্গুনিয়ায় ওয়ারিশান সনদ জালিয়াতে বৃদ্ধ গ্রেপ্তার

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ওয়ারিশান সনদ জাল করে জায়গা বিক্রির অভিযোগে দায়ের করা মামলায় মোহাম্মদ বাবুচ্ছালাম (৭২) নামে এক বৃদ্ধ গ্রেপ্তার হয়েছেন।  

বুধবার (২৯ জানুয়ারি) রাঙ্গুনিয়া থানার এসআই নজরুল ইসলাম বৃদ্ধকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার সকালে উপজেলার মরিয়মনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ড সওদাগর পাড়া এলাকায় নিজ বাড়ি থেকে উক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।            

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত বছর বাবুচ্ছালাম ভুয়া ওয়ারিশান সনদে নিজের ভাই ও বোনকে বাদ দিয়ে পৈতৃক জায়গা বিক্রি করে দেন। পরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওয়ারিশন সনদটি জাল শনাক্ত করে। জাল সনদ তৈরির অভিযোগে বাবুচ্ছালামের ছোট ভাই নুরুল ইসলাম বাদী হয়ে থানায় প্রতারণা মামলা করেন। 

মামলার বাদী নুরুল ইসলাম বলেন, ‘তিনি জাল জালিয়াতি করে এসব কাজ করেন। তার বিরুদ্ধে একাধিক জাল জালিয়াতির অভিযোগ রয়েছে।,

ইউপি চেয়ারম্যান মুজিবুল হক হিরু বলেন, ‘ওয়ারিশন সনদ দেখে বুঝা যায় এটি ইউনিয়ন পরিষদ থেকে ইস্যুকৃত নয় এবং সনদটি সম্পূর্ণ জালিয়াতি করে করা হয়েছে।’ 

জানতে চাইলে রাঙ্গুনিয়া থানার এসআই নজরুল ইসলাম বলেন, ‘প্রতারণা মামলায় পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।’

 

একুশে সংবাদ/বিএইচ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!