AB Bank
ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২২ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সীমান্তে চোরাই পথে আনা গরুর মাংস জব্দ


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, শেরপুর
০৩:৪৫ পিএম, ২৯ জানুয়ারি, ২০২৫
সীমান্তে চোরাই পথে আনা গরুর মাংস জব্দ

শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার সমশ্চূড়া এলাকা থেকে চোরাই পথে আনা প্রায় ২হাজার ১শত ৫০কেজি গরুর মাংস জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। বুধবার (২৯ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ময়মনসিংহ ব্যাটালিয়ান (৩৯ বিজিবি) হলদিগ্রাম বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল আওয়াল।

জানা গেছে, গোপনে সংবাদ পেয়ে বুধবার ভোর রাতে হলদীগ্রাম ক্যাম্প কমান্ডার আব্দুল আওয়ালের নেতৃত্বে বিজিবি‍‍`র একটি টহল দল অভিযান চালিয়ে ঢাকা মেট্রো-ট ১১-৭০-৬৮ সাদা রঙ্গের ফ্রিজিং গাড়িটিকে ধাওয়া করে। এসময় গাড়ী চালক বিজিবি‍‍`র উপস্থিতি টের পেয়ে ড্রাইভার সহ ৪/৫ জন ব্যক্তি গাড়ি ও মাংস রেখে  দ্রুত পালিয়ে যায়। 

পরে মাংস বহনকারি গাড়ি ও জব্দকৃত মাংস হলদিগ্রাম ক্যাম্পে নিয়ে আসা হয়। ধারণা করা হচ্ছে, এসব গরুর মাংস ভারত থেকে চোরাই বাংলাদেশে পাচারের উদ্দেশ্য আনা হয়েছিলো। 

এ বিষয়ে হলদিগ্রাম বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল আওয়াল সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি‍‍`র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকয় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানে ব্যবহৃত গাড়ি ও মাংস জব্দ করা হয়। আটককৃত গাড়ি ও মাংস বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!