AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীপুরে শিক্ষা কার্যক্রম বন্ধ রেখে বনভোজন


Ekushey Sangbad
টি আই সানি, শ্রীপুর, গাজীপুর
০৪:৪৬ পিএম, ২৯ জানুয়ারি, ২০২৫
শ্রীপুরে শিক্ষা কার্যক্রম বন্ধ রেখে বনভোজন

গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভার দক্ষিণ ভাংনাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নেতৃত্বে বার্ষিক বনভোজন আয়োজন করতে শিক্ষা কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ক্লাসরুম ফাঁকা, শিক্ষক-শিক্ষার্থীদের কেউই উপস্থিত নেই।

তথ্য সূত্রে জানা গেছে, বনভোজনের জন্য প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ৬০০ টাকা করে নেওয়া হয়। তবে আর্থিক অসচ্ছলতার কারণে অনেক শিক্ষার্থী এতে অংশ নিতে পারেনি, ফলে তারা শিক্ষা থেকে বঞ্চিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন সরকারি নিয়ম উপেক্ষা করে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে বনভোজন আয়োজন করেছেন। এ ঘটনায় স্থানীয় অভিভাবকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তাদের অভিযোগ, শিক্ষা কার্যক্রম ব্যাহত করে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায় করা অনৈতিক এবং দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়।

এ বিষয়ে প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনকে তার মোটো ফোনে একাদিকবার কল দিলেও তিনি তার ফোনটি রিসিপ করেননি। দক্ষিণ ভাংনা হাটি সরকারি প্রথমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক দোলোয়ার শিক্ষার্থীদের নিয়ে পিকনিকে থাকার কারনে বার বার  তার  মোঠো ফনে ফোন দিলেও তিনি ফোন রিসিপ না করায় তার কোন বক্তব্য দেওয়া যায়নি।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা ফাতেমা নাসরিন বলেন, ‘প্রতিষ্ঠান বন্ধ রেখে পিকনিকে যাওয়া সম্পূর্ণ অনৈতিক। বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শোকজ নোটিশ পাঠানো হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!