AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০২ এপ্রিল, ২০২৫, ১৮ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৫ ঘণ্টা পর ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,মানিকগঞ্জ
০৬:৩৪ পিএম, ২৯ জানুয়ারি, ২০২৫
৫ ঘণ্টা পর ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

ঢাকা-আরিচা মহাসড়কে দীর্ঘ ৫ ঘণ্টা অবরোধের পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। অবরোধের ফলে মহাসড়কের উভয় দিকে সৃষ্টি হয়েছিল দীর্ঘ যানজট। গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপল চন্দ দাস জানান, বিকেল সাড়ে ৪টার দিকে যান চলাচল আবারও শুরু হয়।

এদিকে, সকাল সোয়া ১১টার দিকে সাটুরিয়া উপজেলার গোলড়া গ্রামবাসী ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেছিলেন। তারা একটি কোম্পানি প্রতিষ্ঠার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাস্তা আটকে দেয়।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গী এলাকায় গোলড়া গ্রামবাসী বেলা সোয়া ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন। তারা জনসাধারণের চলাচলের রাস্তায় কোম্পানি প্রতিষ্ঠার প্রতিবাদ জানিয়ে সড়কটি আটকে দেয়। এর ফলে দীর্ঘ সময় ধরে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, এবং উভয় দিকে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়।

ওসি রুপল চন্দ্র দাস বলেন, ঢাকা-আরিচা মহাসড়কের নয়াডিঙ্গী ও গোলড়া বাসস্ট্যান্ডর মাঝামাঝি এলাকা থেকে গোলড়া গ্রামে যাতায়াতের মেঠো পথের সড়ক ছিল। পরে কোম্পানি ওই জমি কিনে নিয়ে ফ্যাক্টরি নির্মাণ করলে পায়ে হাঁটার রাস্তা বন্ধ হয়ে যায়। গোলড়া গ্রামের লোকজন পুরোনো সেই রাস্তা বহালের দাবিতে মহাসড়কে অবস্থান নেন। খবর পেয়ে সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং গ্রামবাসী ও কোম্পানি মালিকদের সঙ্গে আলাপ আলোচনার পরে বিকেল সাড়ে ৪টার দিকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। 

 

একুশে সংবাদ/ঢ.প/এনএস

Link copied!