চট্টগ্রামের আনোয়ারায় বটতলী ও জুঁইদন্ডী ইউনিয়নের শঙ্খের তীরে ফসলি জমি থেকে মাটি কাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে উপজেলার বটতলী ও জুঁইদন্ডীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ।
জানা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম-গঞ্জে রাতের আঁধারে ফসলি জমি ও পুকুর থেকে মাটি কাটছে মাটি খেকোরা। স্থানীয় কিছু ব্যক্তির যোগসাজশে রাজনৈতিক পরিচয়ে রাঘববোয়াল’রা দিনের পর দিন ফসলি জমি বা পুকুরের মাটি কেটে বিক্রি করছেন। রাঘববোয়ালরা জড়িত থাকায় মাটি খেকোদের প্রতিরোধে উপজেলা কৃষি অফিস, উপজেলা প্রশাসন চরম অসহায় মাটির বহনের ভারী ট্রাকের বিভিন্নস্থানে নির্মিত কালভার্ট ও সড়ক ভাঙনের সৃষ্টি হয়েছে। একই সাথে খুলে পড়ছে বেইলি ব্রিজের পাটাতনও।
দীর্ঘদিন ধরে আইন অমান্য করে উপজেলায় ফসলি জমি থেকে অবাধে মাটি কাটার খবরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ বলেন, আইন অমান্য করে ফসলি জমির মাটি কাটা ও গ্রামীণ সড়ক নষ্ট করাসহ বিভিন্ন অভিযোগে এ জরিমানা আদায় করা হয়। অভিযান টের পেয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :