AB Bank
ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২২ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মধ্যনগরে মিথ্যা মামলা হয়রানির অভিযোগ


Ekushey Sangbad
মধ্যনগর উপজেলা প্রতিনিধি, সুনামগঞ্জ
০৫:০৩ পিএম, ৩০ জানুয়ারি, ২০২৫
মধ্যনগরে মিথ্যা মামলা হয়রানির অভিযোগ

সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের হাতপাঠন গ্রামের এক মহিলা মিথ্যা মামলা দিয়ে গ্রামবাসীকে হয়রানি করার অভিযোগ উঠেছে। হাতপাঠন গ্রামের সুশীল সমাজের লোকজন হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলে গ্রামবাসী বলেন যে, গ্রামে অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদ করায়, নিশিতা দাস (৪০) নামের এক মহিলা মিথ্যা অভিযোগ তুলে মধ্যনগর থানায় মামলা দায়ের করেছে ।

হাতপাঠন গ্রামের একাধিক ব্যাক্তির সাথে কথা বলে জানা যায়, কার্তিক মাসের রাস পূর্নিমায় হাতপাঠন সার্বজনীন শ্রীশ্রী হরি মন্দিরে সংকীর্ত্তন চলাকালে, রাত ৮ টার দিকে গ্রামের মতিলাল সরকার নিশিতা দাসকে সঙ্গে নিয়ে, মন্দিরের কীর্ত্তনে অংশ গ্রহন করতে আসেন। তারপর সমাজের লোকজন ঐ অভিযুক্ত নিশিতা ও মতিলালকে মন্দিরে প্রবেশ করতে বাঁধা প্রদান করেন, একপর্যায়ে দু‍‍`পক্ষের মধ্যে তর্ক বির্তক হয়। পরে নিশিতা দাস এ ঘটনাকে কেন্দ্র করে মারপিট ও স্বর্ণের চেইন হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলে, গ্রামের, বিকাশ দাস, স্বপন সরকার, কাজল সরকার, কৃষ্ণধন দাস, অতুল দাসসহ গংদের আসামি করে মধ্যনগর থানায় একটি অভিযোগ দায়ের করে নিশিতা দাস।

আরও জানা যায়, নিশিতা দাস হিন্দু সম্প্রদায় এর সামাজিক নীতি নির্ধারণ অমান্য করে একই গ্রামের মতিলাল সরকার (৫০) এর সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তুলেন। এসব অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদ করায় গ্রামবাসীকে ফাসানোর চেষ্টায় এই মিথ্যা মামলা করেছে বলে গ্রামবাসীর পক্ষ থেকে অভিযোগ উঠেছে ।

উপজেলার দক্ষিণ বংশীকুন্ডার হাতপাঠন গ্রামের একাধিক ব্যাক্তির সাথে কথা বললে তারা জানায়, মহিলাটি যে অভিযোগ তুলেছে সেটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। গ্রামের অসংখ্য মুরুব্বিগন এবং হরিমন্দির পরিচালনা কমিটিসহ সকল শ্রেণীর লোকজন  ঘটনাটি বানোয়াট ও সাজানো উল্লেখ করে বলেন, ঐনারী গ্রামের স্বাভাবিক পরিবেশকে অস্তিতিশীল করে তুলেছে।  মতিলাল সরকার নামীয় এক মধ্যবয়সী পুরুষের অনৈতিক সম্পর্কে ও সহযোগিতায়। যা সামাজিক পরিবেশেকে নষ্ট করে তুলেছে।


হাতপাঠন গ্রামের সার্বজনীন শ্রীশ্রী হরি মন্দির পরিচালনা কমিটির সভাপতি রনপিযুস তালুকদার, কোষাধ্যক্ষ সজল সরকার, মতিন্দ্র সরকার, কাজল সরকার বলেন, এসব অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে গ্রামবাসী একত্রে রয়েছি এবং এ-সব মিথ্যা ঘটনার প্রশাসন তদন্ত করে আইনি উদ্যোগ নেওয়ার অনুরোধ জানাই।

এবিষয়ে মধ্যনগর থানার মামলার তদন্তকারী অফিসার এএসআই মিজানুর রহমান বলেন, মামলার তদন্ত চলছে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহন করা হবে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!