AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিয়ামতপুরে সহকারী কমিশনারের বাসভবনে গুলি


Ekushey Sangbad
নিয়ামতপুর উপজেলা প্রতিনিধি, নওগাঁ
০৬:০৮ পিএম, ৩০ জানুয়ারি, ২০২৫
নিয়ামতপুরে সহকারী কমিশনারের বাসভবনে গুলি

নওগাঁর নিয়ামতপুরে সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিমের বাসায় গভীর রাতে গুলি ছুড়ে দুর্বৃত্তরা। বুধবার (৩০ জানুয়ারি) রাত আনুমানিক ১.০৭ মিনিটের দিকে এ হামলার ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায়  নওগাঁর সহকারী পুলিশ সুপার (নিয়ামতপুর, মান্দা সার্কেল) জাকিরুল ইসলাম, নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান, থানার ওসি হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম বাদী হয়ে নিয়ামতপুর থানায় লিখিত এজাহার দায়ের করেন।

সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম বলেন, আমি রাতে শুয়ে ছিলাম। হঠাৎ একটি শব্দ পেলাম। শব্দে কিছু মনে করি নাই। এর কিছুক্ষন পর আবারও একটি শব্দ পেলাম। শব্দ পেয়ে পাশের রুমে এসে জানালায় দেখি জানালার গ্লাস দুটো ফুটো। একটি বড় আরেকটি ছোট। এর কিছুক্ষন পর আবারও একটি শব্দ এবং আমার মাথার কয়েক ইঞ্চি দূর দিয়ে গুলি চলে গেল। আমি সাথে সাথে জানালার বাইরে দেখার চেষ্টা করলাম। কিন্তু কাউকে দেখতে পেলাম না। ঘরের মেঝেতে তিনটি ধাতব পদার্থ পড়ে রয়েছে। ধাতব পদার্ধ পুলিশের হাতে দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান বলেন, রাতে রেজাউল করিম মুঠোফোনে জানান কে বা কাহারা বাড়ীতে হামলা করেছে। আমি সাথে সাথে আনসার সদস্যকে পাঠালে কাউকে ঘটনাস্থলে পাওয়া যায় নাই। ঘরের মেঝেতে তিনটি গুলির মত ধাতব পদার্থ পাওয়া যায়।

নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে থানায় এজাহার দায়ের হয়েছে। বাসার বাইরে সিসিটিভি ক্যামেরার রয়েছে। ফুটেজ পর্যালোচনা করে দায়ী ব্যক্তিদের সনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!