AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঢাকা আন্তর্জাতিক বানিজ্য মেলায় দুই গ্রুপের সংঘর্ষ, আহত-২২


ঢাকা আন্তর্জাতিক বানিজ্য মেলায় দুই গ্রুপের সংঘর্ষ, আহত-২২

বিতর্ক যেন পিছু ছাড়ছেই না রূপগঞ্জের পূর্বাচলে ঢাকা আন্তর্জাতিক বানিজ্য মেলার ২৯ তম আসর। নানা বিতর্কের পর এবার বানিজ্য মেলায় ব্লেজার দোকান ও ক্রকারীজ কর্মচারীদের দুই গ্রুপের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বেলা ১১ টার দিকে বানিজ্য মেলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো মেলায় প্রাঙ্গণ রনক্ষেত্রে পরিনত হয়েছে। এ ঘটনায় পুলিশসহ উভয়পক্ষের ২২ জন আহত হয়েছে। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে লাঠিচার্জ করেন। ঘটনাস্থল থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করতে রাকিব ও হাবিব নামে দুইজনকে আটক করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় মেলায় আগত দর্শনার্থীদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শী ক্রেতা দর্শনার্থীরা জানায়, বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে বিএম কালেকশন ও আশিক ফ্যাশন কর্মচারীরা ক্রেতা নিজেদের দোকানে আনাকে কেন্দ্র করে বাকবিতন্ডার সৃষ্টি হয়। বাকবিতন্ডার জের ধরে এ দুই দোকানে কর্মচারীরা লাঠিসোঠা সংঘর্ষের জড়িয়ে পড়ে। এক পর্যায়ে একপক্ষ অপরপক্ষকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ লাঠিচার্জ চালায়। এসময়  উভয়পক্ষের অন্তত ২২ জন আহত হয়।  

জেলা ’গ’ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইসলাম বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আনেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!