শেরপুর জেলার নালিতাবাড়ীতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া`র সুস্থতা কামনা করে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয়তাবাদী তারেক জিয়ার প্রজন্মদল নালিতাবাড়ী উপজেলার ৪নং নয়াবিল ইউনিয়ন শাখার আয়োজনে হাতিপাগার-জমকান্দা মোড়ে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা তারেক জিয়ার প্রজন্ম দলের সহ-সভাপতি রিপন দেওয়ানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান ইউনুস আলী দেওয়ান, বিশেষ অতিথি হিসেবে শেরপুর জেলা তারেক জিয়ার প্রজন্ম দলের সভাপতি এইচ এম রাকিবুল আলম সৌরভ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান শিমুল, সিনিয়র যুগ্ম সাঃ সম্পাদক জসিম শেখ, সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ, সহ সভাপতি আনোয়ার মন্ডল, যুগ্ম সাঃ সম্পাদক এস এম ফরহাদ, সহ সাংগঠনিক আবু সিদ্দিক, ঝিনাইগাতী উপজেলা কমিটির সভাপতি নাজমুল হাসান, নালিতাবাড়ী উপজেলা কমিটির সভাপতি স্বপন সরকার, সাঃ সম্পাদক হাসিবুল হাসান শাকিব, সিঃ যুগ্ম সাঃ সম্পাদক জসিম আহমেদ ইমন প্রমুখ উপস্থিত ছিলেন।
তারেক জিয়ার প্রজন্ম দলের নয়াবিল ইউনিয়ন কমিটির সভাপতি হারুনুর রশিদের উপস্থাপনায় দোয়া মাহফিলে সংগঠনটির নেতৃবৃন্দ, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :